ছয় মাসের বিরতির পর তিনি ফিরেছিলেন নিউজিল্যান্ড সফরে। কিন্তু সেখানে মুস্তাফিজুর রহমানকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। অস্ত্রোপচারের ধাক্কা সামলে উঠে মাঠে নামলেও সেই ছন্দ ছিল না কাটার মাস্টারের খেলায়। তাইতো ভারত সফর থেকে তাকে দুরেই রেখেছিলেন নির্বাচকরা। তবে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের হয়ে ফিটনেসের সেই ঘাটতি কাটিয়ে উঠেছেন দ্য ফিজ। এরই পথ ধরে ডাক পেলেন শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত বাংলাদেশ দলে।
টেস্ট দলে ফেরায় মুস্তাফিজকে অভিনন্দন জানাল তার ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলটি তাদের অফিসিয়াল পেজে লিখেছে, ‘আমাদের বাংলাদেশি সমর্থকদের অভিনন্দন জানাই। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশ দলে ডাক পাওয়ায় সাসেক্স খেলোয়াড় মুস্তাফিজকেও অভিনন্দন।’
সাসেক্সের হয়ে অবশ্য সেভাবে মাঠ মাতানোর সুযোগ পাননি মুস্তাফিজ। গত বছর প্রথমবারের মতো তার ডাক মিলে ইংলিশ কাউন্টি লিগে। সাসেক্সের প্রথম ম্যাচেই করেন বাজিমাত। ৪ উইকেট নিয়ে চলে আসেন আলোচনার কেন্দ্রে। কিন্তু তারপরই কাঁধের ইনজুরিতে সর্বনাশ। ছিটকে পড়েন দল থেকে। ছয় মাসের পুনর্বাসন শেষে নিউজিল্যান্ড সফর দিয়ে প্রত্যাবর্তন হয় এই বিস্ময় বোলারের।
তবে পুরোপুরি ফিট মুস্তাফিজকে হয়তো দেখা যাবে এবারই। সেই কাটার মাস্টারকে দেখার অপেক্ষায় গোটা বিশ্ব!
Discussion about this post