বল হাতে রীতিমতো ঝড় তুললেন তিনি। তাকে খেলতে গিয়ে রীতিমতো অসহায় হয়ে গেল আফগানিস্তানের ব্যাটসম্যানরা। আর তাতেই আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতে অনুষ্ঠিত তিনজাতি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে উঠল। প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে ৮২ রানে হেরেছিল জুনিয়র টাইগাররা।
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সে রোববার প্রথম ব্যাট করতে নামে আফগানিস্তান। ৩০.৪ ওভারে মাত্র ৮৫ রানে অল আউট হয় তারা।
বাংলাদেশের সালেহ আহমেদ ৭.২ ওভারে ১০ রানে নেন ৬ উইকেট। এইতো কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের সঞ্জিত সাহা ১৯ রানে ৬ উইকেট নেন। এবার সেই রেকর্ড ভেঙ্গে ফেললেন সালেহ আহমেদ। ১০ রানে নিলেন ৬ উইকেট।
এরপর ৮৬ রানের লক্ষ্যে ৩৪.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যো পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। সাইফ হাসান ৩২, নাজমুল হাসান করেছেন ১৯ রান করেন।
Discussion about this post