শুরুতেই ছিল ছন্দপতন। ৫০ রানে দল হারায় ৬ উইকেট। অথচ কেনিয়ার বিপক্ষে সেই ম্যাচেই কীনা বাংলাদেশের মেয়েরা তুলে নিল দারুণ এক জয়। সালমা খাতুন ও রিতু মনির বিশ্বরেকর্ড গড়া জুটিই দলকে দেখিয়েছে পথ। এরপর নাহিদা আক্তারের রেকর্ড গড়া বোলিংয়ে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা।
কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট বাছাইয়ে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতল ৮০ রানে। এনিয়ে টাইগ্রেসরা পেয়েছে টানা দ্বিতীয় জয়।
বুধবার কিনরারা একাডেমি ওভাল মাঠে ২০ ওভারে বাংলাদেশ করে ১২৫ রান। জবাব দিতে নেমে কেনিয়া অলআউট ৪৫ রানে।
ম্যাচে ৯ ওভারে টাইগ্রেসদের রান ছিল ৬ উইকেটে ৫০। এরপর সপ্তম উইকেটে সালমা ও রিতু তুলেন ৭৫ রান।
নারীদের টি-টুয়েন্টিতে সপ্তম উইকেটের বিশ্বরেকর্ড এটি। এর আগের রেকর্ডটি ছিল তাঞ্জানিয়ার মনিকা পাসকাল ও নাসারা সাইদির। ২০১৯ সালে উগান্ডার বিপক্ষে রুয়ান্ডা সপ্তম জুটিতে তুলে ৭২ রান। অবশ্য সালমা-রিতুকে টপকে ম্যাচের সেরা নাহিদা। ১২ রানে ৫ উইকেট তুলেছেন এই স্পিনার।
এটি মেয়েদের টি-টুয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং রেকর্ড। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে পান্না ঘোষের ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
ম্যাচে ৩ চারে ৩২ বলে ৩৩ রানে অপরাজিত সালমা। ৩ চারে ৩৪ বলে ৩৯ রান করে অপরাজিত রিতু।
আগামী রোববার ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই টাইগ্রেসদের। এরপর সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। পাঁচ দলের বাছাইপর্ব থেকে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি খেলবে জুলাই-আগস্টে কমনওয়েলথ গেমসের মূল পর্বে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১২৫/৬ (শামিমা ৪, মুর্শিদা ২৬, নিগার ১, রুমানা ০, ফারজানা ৬, সোবহানা ২, সালমা ৩৩*, রিতু ৩৯*; অ্যাবেল ৪-০-১৪-৩, ওচিং ৪-০-২১-২, ইদাম্বো ৪-০-৩২-১)।
কেনিয়া: ১২.৪ ওভারে ৪৫/১০ (জুমা ২৪, অ্যাবেল ৯; সালমা ৩-০-১৫-১, সুরাইয়া ২-০-৫-১, রুমানা ২-০-৮-১, নাহিদা ৩.৪-১-১২-৫, মেঘলা ২-০-৫-১)।
ফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী।
ম্যাচসেরা: নাহিদা আক্তার।
Discussion about this post