২০১০ সালের এশিয়ান গেমস ক্রিকেটে তারা রৌপ্যপদক জয়ী দল। এবার লক্ষ্য স্বর্ন। দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠেয় এশিয়ান গেমস ক্রিকেটের জন্য তাইতো প্রস্তুতি শুরু হচ্ছে বুধবার। তার আগে রোববার ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জানা গেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প হবে।
সালমা খাতুনদের চার বছর আগের সেই দলের দশজন ক্রিকেটার জায়গা পেয়েছেন এই দলে।
বলা দরকার আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস।
মেয়েদের প্রাথমিক দল-
রুমানা আহমেদ, সালমা খাতুন, সোহেলি আক্তার, আয়েশা আক্তার, তিথি রাণী, পান্না ঘোষ, লতা মণ্ডল, শুকতারা রহমান, জাহানারা আলম, ফারাজানা হক, শায়লা শারমীন, লিলি রাণী বিশ্বাস, রিতু মণি, নুজহাত তাসিয়া, ফাহিমা খতুন, সানজিদা ইসলাম, শারমীন আক্তার, আয়েশা রহমান, শাহনাজ পারভীন এবং শামীমা সুলতানা।
Discussion about this post