ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথমে তিনি ক্রিকেটার এরপর সংগঠক। দুই পরিচয়েই সফল একজন তিনি। সেই সদা হাস্যময় ক্রীড়া ব্যক্তিত্ব এ এস এম ফারুক আর নেই। গত বুধবার রাতে মারা গেছেন বিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য ও এই সাবেক ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
দেশের ক্রিকেটে বেশ পরিচিত ছিলেন তিনি। ১৯৭৭ সালে এমসিসির বিপক্ষে যে ম্যাচে প্রথম কোনো বিদেশি দলের সঙ্গে খেলেছিল বাংলাদেশ, সেই ম্যাচে ছিলেন এ এস এম ফারুক। এরপর খেলা ছেড়ে সংগঠক ও প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। ছিলেন বিসিবির কাউন্সিলর।
ফারুক ছিলেন ক্লাব ক্রিকেটে মোহামেডানের সাবেক অধিনায়ক। তার নেতৃত্বেই ১৯৭৭-৭৮ মৌসুমে প্রথম ঢাকা লিগের শিরোপা জেতে দলটি। ১৯৭৭ সালে ঢাকায় এমসিসির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। সেই ম্যাচে খেলেছিলেন ফারুক।
২০০৩ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন ফারুক। একইভাবে ২০১৬ সালে দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন ফারুক। বিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবেও দ্বায়িত্ব পালন করেন তিনি।
ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Discussion about this post