ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আট সাপোর্ট স্টাফের করোনা টেস্ট হয়েছিল মঙ্গলবার। বুধবারই তাদের ফল হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, তারা সবাই নেগেটিভ।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন,, ‘সবার খবরই ভালো। যে সাপোর্ট স্টাফ করোনা পরীক্ষা করিয়েছে, তারা সবাই নেগেটিভ। জানা মতে কোন ক্রিকেটারের এদিন করোনা পরীক্ষা হয়নি।’
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে প্রথম ধাপের করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন সাইফ হাসান ও দলের ইংলিশ ট্রেনার নিক লি। সোমবার নেয়া হয় ১৭ ক্রিকেটার ও হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফের ৭ জনের নমুনা।
প্রথম দফার ২৪ জনের মধ্যে আক্রান্ত হন দুজন। তারা আইসোলশনে আছেন। পরীক্ষায় নেগেটিভ হওয়া খেলোয়াড়রা বুধবার থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে সিডিউল অনুযায়ী ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন।
শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখেই চলছে করোনা পরীক্ষা। সিরিজের পুরো প্রস্তুতি দল নেবে লঙ্কায়। টেস্ট সিরিজ অক্টোবরের শেষে শুরু। তবে দল যাবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে।
Discussion about this post