এ যেন বিনা মেঘে বজ্রপাত! পাঁচবছরের প্রতীক্ষা শেষে ফিরে এসেছিলেন পাকিস্তানের টেস্ট দলে। যাকে বলে ফেরার মতো ফেরা। সেরা ব্যাটিং আর বোলিং ম্যাজিক দেখালেন। ইংল্যান্ডের সেই সাফল্যের রেশ থাকতেই টেস্ট ক্রিকেটকে গুডবাই বলেন শোয়েব।
শারজায় সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে শোয়েব জানালেন, ”এটিই আমার ক্যারিয়ারের শেষ টেস্ট। পরিবারকে সময় দিতে চাই। তাছাড়া ভাবনাতে ওয়ানডে বিশ্বকাপও থাকছে।”
স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে আরো বেশি সময় কাটাতে টেস্ট থেকে দুরে থাকছেন শোয়েব। অবশ্য ভারতীয় ওই টেনিস তারকাও বেশ ব্যস্ত। একের পর এক ট্রফি জিতছেন।
৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার মনে করেন সাদা পোষাকে গুডবাই বলার এটাই সেরা সময়।
২০১০ সালের অাগস্টে সর্বশেষ শেষ টেস্ট খেলেছিলেন শোয়েব। এরপর দীর্ঘ বিরতি! ফিরেই ব্যাট হাতে ২৪৫ রানের ইনিংস। কিন্তু আপাতত ২০১৯ বিশ্বকাপে চোখ সানিয়ার জীবনসঙ্গীর।
Discussion about this post