ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় ক্রিকেট লিগের এবারের মৌসুমে সোমবার প্রথম দিনই শতরান করলেন সাদমান ইসলাম। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ ফার্স্টক্লাস শতক। এদিন তিনি করেন ১৫৭ রান। তার ব্যাটিংয়ে সিলেট বিভাগের বিপক্ষে প্রথম দিনটা দুর্দান্ত হয়েছে ঢাকা মেট্রোর। তুলেছে ৪ উইকেটে ৩৩২ রান।
মেহরাব হোসেন জুনিয়র ২৮ ও মোহাম্মদ আশরাফুল ১ রান নিয়ে উইকেটে ছিলেন।
সিলটে নিজেদের মাঠে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ঢাকা মেট্রোর দুই ওপেনার সাদমান ইসলাম ও সৈকত আলি মিলে করেন ১১২ রান। ৪২ রান করেন সৈকত।
আবু জায়েদ রাহীর বলে আউট হওয়ার আগে ২৩৮ বলে ২০ চার ও ২ ছক্কায় ১৫৭ রান তুলেন সাদমান। মার্শাল আইয়ুব ৮৪ বলে করেন ৫০ রান ।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩৩২/৪ (সাদমান ১৫৭, সৈকত ৪২, শামসুর ৩৪, মার্শাল ৫০, মেহরাব জুনিয়র ২৮*, আশরাফুল ১*; আবু জায়েদ ১/৪৬, খালেদ ০/৪৮, এনামুল জুনিয়র ১/১১৮, এবাদত ০/৪০, শাহানুর ২/৬১)
আরিফুলের ব্যাটে সেঞ্চুরি
জাতীয় ক্রিকেট লিগে সোমবার বগুড়ায় সেঞ্চুরি করেছেন অলরাউন্ডার আরিফুল হক। তবে ৮ রানের জন্য শতরান পেলেন না নাঈম ইসলাম। তারপরও প্রথম স্তরের ম্যাচে বরিশালের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে আছে রংপুর।
বরিশালের বিপক্ষে প্রথম দিন শেষে রংপুর করেছে ৫ উইকেটে ৩০০ রান। রংপুরের জাহিদ জাবেদ করেন ৬২ রান। আরিফুল তুলে নেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের অষ্টম শতক। দিনশেষে তিনি অপরাজিত ১১৭ রান করে।
সংক্ষিপ্ত স্কোর:-
রংপুর ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০০/৫ (জাহিদ ৬২, নাঈম ৯২, আরিফুল ১১৭*, সাজেদুল ২*; রাব্বি ১/৬১, লিঙ্কন ০/২৪, সালমান ১/২৪, সোহাগ ২/৮৮, মাহমুদ ০/২২, মনির ১/৬১)
Discussion about this post