ফর্মের ধারাবাহিকতা ধরে রাখছেন সাকিব আল হাসান। ফের বল হাতে সবার প্রশংসা পেলেন কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার। বুধবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে চার ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে নিলেন ১ উইকেট। আর ১ রান কম দিলেই এবারের আইপিএলে সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ডটা হয়ে যেত। পেছনে পড়ে যেতেন রবিন্দু জাদেজার।
টস জিতে দিল্লি ডেয়ারডেভিলস স্কোর বোর্ডে জমা করে ৫ উইকেটে ১৬০ রান। ১০ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে দিল্লির সেই রান টপকে যায় নাইট রাইডার্স। গম্ভীর করেন ৬৯ রান।
আট ম্যাচে এটি কলকাতার তৃতীয় জয়। সমান খেলায় দিল্লির ষষ্ঠ হার।
এদিকে দিনের আরেক ম্যাচে চেন্নাই সুপার কিংসকে অনায়াসে ৪৪ রানে হারাল কিংস ইলেভেন পাঞ্জাব। ৩৮ বলে ৯০ রান তুলে জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। ৭ ম্যাচে এটি পাঞ্জাবের ষষ্ঠ জয়। চেন্নাইয়ে ৮ ম্যাচে দ্বিতীয় হার।
সংক্ষিপ্ত স্কোর
দিল্লি : ১৬০/৫ (মুরালি বিজয় ২৪, দিনেশ কার্তিক ৩৬, ডুমিনি ৪০*, জাদব ২৬*; সাকিব ১/১৩, উমেশ যাদব ১/২৬)।
কলকাতা : ১৬১/২ (উথাপ্পা ৪৭, গম্ভীর ৬৯, পান্ডে ২৩*, ক্যালিস ১০*; পারনেল ২/২১)।
ফল : কলকাতা ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : গৌতম গম্ভীর।
Discussion about this post