ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে দ্রুত হারিয়ে বড় বিপদেই পড়েছিল বাংলাদেশ। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সাকিব আল হাসান দলকে টেনে তোলার চেষ্টা করেন। এক পর্যায়ে এ বাঁহাতি তুলে নেন চলতি বিশ্বকাপে টানা সেঞ্চুরি। ঠিক সে সময় তাকে দারুণ সঙ্গ দেন লিটন কুমার দাস। তিনি হাঁটছিলেন সেঞ্চুরির দিকেই। কিন্তু তার আগেই চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন
১৮৯ রানের জুটিতে ভর করে ৫১ বল আগেই ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। যে কারণে ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারেরও প্রশংসায় ভাসছেন তারা।
দ্বাদশ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে সোমবার ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্যের পেছনে ছোটার শুরুটা টন্টনে দারুণ হয়েছিল বাংলাদেশের। তামিম ইকবাল ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটিতে ৫২ রান এনে দিয়েছিলেন। পরে তাদের দেখানে পথে দারুণভাবে ছোটেন সাকিব-লিটন। শেষ পর্যন্ত সহজেই জয় নিশ্চিত করেন তারা। আর তাতেই প্রশ্ন উঠেছে ওয়েস্ট ইন্ডিজের ৫ পেসারের বোলিং নিয়ে। তবে সতীর্থদের দোষ না দিয়ে এজন্য পুরো কৃতিত্ব দিচ্ছেন সাকিব-লিটনকে দিয়েছেন জেসন হোল্ডার, ‘৩২১ রান করে আমরা জয়ের চেষ্টাই করেছি। নতুন বলে আমাদের উইকেট দরকার ছিল, যেটা আমরা তুলতে পারিনি। বাংলাদেশ ভালো ব্যাট করেছে। সাকিব খুবই ভালো খেলেছে। সঙ্গে লিটন দাসও দারুণ খেলেছে। প্রাপ্য কৃতিত্বটা ওদের দিতেই হবে।’
শেই হোপের ব্যাটে ভর করে সোমবার ৩৯ ওভার শেষেও ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ২৪০। হাতে তখনো ৭ উইকেট। তাই অনেকেই ধরেই নিয়েছিলেন দলটির রান ছাড়াবে ৩৫০ প্লাস। কিন্তু শেষ দিকে মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলটি থামে ৩২১ রানে। ম্যাচ শেষে তাই হোল্ডারের মনে হয়েছে ৪০-৫০ রান কম হয়েছে তাদের। যে কারণে হারাতে হয়েছে, ‘আমার মনে হচ্ছিল আমরা কিছু রান কম করেছি। উইকেটের পার স্কোর, মাঠের আকৃতি- সব বিবেচনা করলে আমাদের ৩৬০-৩৭০ রান করা উচিত ছিল। আমরা বেশ কিছু রান কম করেছি। বাংলাদেশ যেভাবে রান করেছে, সে তুলনায় বলতে হয়, আমরা খুব সম্ভবত ৪০-৫০ রান কম করেছি।’
Discussion about this post