সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেদের শততম টেস্টে দাপট দেখিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কলম্বো টেস্টে এখন ড্রাইভিং সিটে মুশফিকুর রহীমের দল। টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা কোন উইকেট না হারিয়ে করেছে সংগ্রহ ৫৪ রান। বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে আছে ৭৫ রানে।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম, ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। অভিষেকেে চমকে দিলেন মোসাদ্দেক। দুই জনে সপ্তম উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে গড়েছেন বাংলাদেশের রেকর্ড জুটি। শুক্রবার ১ম ইনিংসে ৪৬৭ রান করে বাংলাদেশ। লিড ১২৯ রানের।
দেশের বাইরে টেস্টে এট্ই টাইগারদের সর্বোচ্চ লিড। ২০১৩ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৯ রান করেছিল দলটি। এবার গড়ল নতুন রেকর্ড।
সন্দহে নেই টেস্টের ড্রাইভিং সিটে এখন মুশির দল। তবে শেষ বিকেলে দ্রুত তিনটি উইকেট না হারালে লিড আরো বড় হতে পারতো। তারপরও নিজেদের শততম টেস্টে ঠিক পথে আছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৩৮/১০
বাংলাদেশ: ১ম ইনিংস: ১৩৪.১ ওভারে ৪৬৭/১০ (তামিম ৪৯, সৌম্য ৬১, ইমরুল ৩৪, সাব্বির ৪২, তাইজুল ০, সাকিব ১১৬, মুশফিক ৫২, মোসাদ্দেক ৭৫, মিরাজ ২৪, মুস্তাফিজ ০, শুভাশীষ ০*; লাকমল ২/৯০, হেরাথ ৪/৮২, সান্দাকান ৪/১৪০)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১৩ ওভারে ৫৪/০ (করুনারত্নে ২৫*, থারাঙ্গা ২৫*; শুভাশীষ ০/১৩, মিরাজ ০/২০, মুস্তাফিজ ০/৬, সাকিব ০/৬, মোসাদ্দেক ০/৫)
Discussion about this post