এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনো খেলা হয়নি সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের। তবে এই দুই তারকার জন্যই রয়েছে সুখবর। চ্যাম্পিয়ন্স ট্রফি আর আয়ারল্যান্ড সফরের আগে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে হবে না এই দুই টাইগার ক্রিকেটারকে। মাঠের লড়াইয়ের আগে ইংল্যান্ডের সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল।
আইপিএলে খেলার জন্য বাড়তি এই সুযোগটা পাচ্ছেন সাকিব-মুস্তাফিজ। গতবারের মতো এবারো কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আছেন সাকিব। কাটার মাস্টার খেলবেন চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে সাসেক্সে ক্যাম্পের জন্য ২৬ এপ্রিল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরমধ্যে ৩ মে পর্যন্ত সাকিব আইপিএল খেলার জন্য অনাপত্তিপত্র নিয়েছেন। একইসময় দেয়া হবে মুস্তাফিজকেও। বিসিবি মনে করছে ম্যাচ খেলার মধ্যে থাকলে বরং এই দুই ক্রিকেটারেরই উপকার হবে।
সাসেক্স ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব-মুস্তাফিজ। ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচ ১২ মে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যেখানে আরেক দল নিউজিল্যান্ড। এই টুর্নামেন্ট শেষে ইংল্যান্ডে ফিরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ।
Discussion about this post