এমনিতেই দাপট দেখাচ্ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। সেই দাপুটে দলে এবার সাকিব আল হাসান যোগ দিতেই আরও চনমনে হয়ে উঠল লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে বৃহস্পতিবার বিকেএসপিতে লিজেন্ডসরা মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। যেখানে সাকিব ও মাশরাফির বোলিং তোপে নাজেহাল প্রতিপক্ষ।
বৃষ্টির কারণে সকালে নির্ধারিত সময় শুরু হতে পারেনি খেলা। যে কারণে ওভার কমে দাঁড়ায় ৩৩-এ। কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক থামে ১৫২ রানে।
মোহামেডানের সাকিব দুদিন আগেই নাম লেখালেন লিজেন্ডস অব রূপগঞ্জে। ঘরের ছেলে ঘরে যেন ফিরলেন। এই ক্লাবের সঙ্গে তার সম্পর্কটা অনেক পুরোনো। চেনা ক্লাবের হয়ে নেমেই চমক। বলল হাতে সাকিবের সমান ২ উইকেট নেন অধিনায়ক মাশরাফি। তার
বিকেএসপিতে উইকেট ভেজা থাকায় নির্ধারিত সময়ের বেশ পর ম্যাচ শুরু হয়। ১৭ ওভার কমে ম্যাচ দাঁড়ায় ৩৩ ওভারে। যেখানে টস জিতে প্রাইম ব্যাংককে আগে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। দলটির হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন তামিম ইকবাল। আল-আমিন হোসেনকে ছয় দিয়ে রানের খাতার খুলেও সুবিধা করতে পারেননি তামিম। ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের বলে আউট হন ৫ বলে ৮ রান তুলে।
শাহাদত হোসেন দিপুকে শুরেতেই ফেরান নাবিল সামাদ। এরপর নিজের দুই ওভারে ফেরান মুমিনুল (১৩) ও মিঠুনকে (৩)সোজঘরের পথ দেখান মাশরাফি। নাসির হোসেনকেও দ্রুত ফেরান সাকিব। তবে এনামুল হক বিজয় ধরে রাখেন ছন্দ। বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন তিনি।
সাইফ হাসানকে টপকে গেলেন এদিন। ২০১৮-১৯ মৌসুমে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে সাইফ ৬২.৬১ গড়ে রান করেন ৮১৪। বিজয়ের রান এখন ৮৭৮ রান। মৌসুমের ষষ্ঠ অর্ধশতক তুলে নিয়ে বিজয় ফেরেন ৭৩ রানে। ৯১ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ১ চারে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান বিজয়।
বল হাতে এদিন সফল রূপগঞ্জের চিরাগ জানিও। তিনিও নেন দুটি উইকেট। নাবিল ও আল আমিন নেন একটি করে উইকেট।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রূপগঞ্জ। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৫৫ রানে হারিয়ে সুপার লিগে পথচলা শুরু করেছে সাবেক চ্যাম্পিয়নরা।
Discussion about this post