দক্ষিণ আফ্রিকা দলে ইনজুরির মিছিল। দলের বেশ কয়েকজন সেরা তারকাকে রেখেই বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। এনিয়ে অবশ্য কোন আক্ষেপ নেই ফাফ ডু-প্লেসিসের। উল্টো স্বস্তিতে আছেন প্রোটিয়া অধিনায়ক। সাকিব আল হাসান টেস্টে বাংলাদেশ দলে না থাকায় বরং খুশি তিনি।
টানা ক্রিকেট খেলে ক্লান্ত সাকিব। এ কারণেই টেস্ট সিরিজের বাইরে আছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ছুটি নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অবশ্য রঙিন পোশাকের ক্রিকেটে খেলবেন তিনি। সাকিব না থাকায় ডু-প্লেসিস বলেন, ‘সাকিব নেই, বাংলাদেশের জন্য এটা বড় ক্ষতি। ও দুর্দান্ত ক্রিকেটার। বেশ কিছু দিন ধরেই বিশ্বের শীর্ষ অলরাউন্ডারও। ও এমন একজন ক্রিকেটার, যে কিনা বিভিন্ন কন্ডিশনে দুর্দান্ত পারফর্ম করে। ওকে না পাওয়া অবশ্যই ওদের জন্য বড় ক্ষতি। আমি খুব খুশি যে সাকিব খেলছে না।’
ক্লান্তিতে বিশ্রামে যাওয়ার আগে দুর্দান্ত ক্রিকেট খেলেছন সাকিব। গত এক বছরে তিনি ৭ টেস্টে ৬৬৭ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ২৭টি। তাকে নিশ্চিত করেই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টে মিস করবে বাংলাদেশ।
Discussion about this post