অবশেষে স্পিন কোচ পেল বাংলাদেশ জাতীয় দল। নতুন স্পিন কোচ হয়েছেন ভারতের সাবেক স্পিনার সুনীল যোশি। মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিয়েছেন তিনি। প্রথমদিনই নেটে বাংলাদেশের স্পিনারদের দেখে নিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যোশির সঙ্গে বিসিবির মাত্র দু’মাসের জন্য চুক্তি করেছে। কাজে সন্তুষ্ট হলে চুক্তির মেয়াদ বাড়াবে বিসিবি।
গত বছরে আগস্টে দলের স্পিন কোচ শ্রীলঙ্কার রুয়ান কালপাগে বরখাস্ত হয়েছিলেন। এরপর থেকেই কোনো কোচ ছিল না। কালপাগের বরখাস্তের পর থেকেই স্পিন কোচ খুঁজতে থাকে বিসিবি। এরমধ্যে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে পছন্দ হয়েছিল। কিন্তু দুই পক্ষের ব্যাটে-বলে মিলেনি। তারপরই উঠে আসে সুনীল যোশির নাম।
২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারত দলে ছিলেন যোশি। সেই ম্যাচে দুই ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন এ বাঁহাতি স্পিনার। ২০১২ সালে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়া সাবেক এ বাঁহাতি স্পিনার জম্মু ও কাশ্মীরের কোচ ছিলেন। ৪৭ বছর বয়সী যোশি স্পিন বোলিং ছিলেন কোচ ওমানেরও। ভারতের হয়ে ১৫ টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলেছেন তিনি।
Discussion about this post