ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার কি শুধুই দর্শক হয়ে থাকবেন তিনি? মাঠে নামার সুযোগই পাচ্ছেন না সাকিব আল হাসান। রোববার ফের মাঠে নামল তার দল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই চেনা দৃশ্য সাকিব শুধ্ই দর্শক। টানা সপ্তম ম্যাচে কলকাতার একাদশে নেই তিনি।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দলেও জায়গা পাননি সাকিব। আবুধাবিতে বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যানকে ছাড়াই খেলতে নেমেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল।
এবারের আইপিএলের প্রথম দফা হয়েছে ভারতে। যেখানে প্রথম তিন ম্যাচ খেলার পরই বাদ পড়েন সাকিব। সংযুক্ত আরব আমিরাত পর্বেও বাইরে তিনি। বাঁহাতি অলরাউন্ডারের জায়গায় কেকেআর দলে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনকে। তার পারফরম্যান্স মন্দ নয়।
এবারের আইপিএলে কলকাতার প্লে অফ নিশ্চিত হয়নি। ৮ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দলটি তালিকার চারে তারা। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই প্রায় নিশ্চিতই করে ফেলেছে প্লে অফ। কলকাতার চেয়ে একটি ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্ট তাদের।
কিন্তু সাকিবকে ছাড়া কলকাতার দল ঠিক টানছে না ক্রিকেটপ্রেমীদের। বিশ্বকাপের আগে অনুশীলনটাও ঠিকঠাক হচ্ছে না বাংলাদেশের এই মহাতারকার।
কলকাতা একাদশ-
শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ের, রাহুল ত্রিপাঠি, নিতীশ রানা, অইন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, লকি ফার্গুসন, প্রসিধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।
Discussion about this post