ক্যারিবিয়ান দ্বীপে নেমেই নিজের জাত চিনিয়েছেন সাকিব আল হাসান। নতুন টি-টেন ফরম্যাটের ম্যাক্স সিক্সটি লিগে মিয়ামি ব্লেজের হয়ে মাঠে নেমেই বল হাতে তুলে নেন দুই উইকেট, সঙ্গে দেন গুরুত্বপূর্ণ এক রানআউট ও নেন একটি দুর্দান্ত ক্যাচ। তবে সব চেষ্টা বৃথা গেছে দলের হারে।
দীর্ঘ সফর শেষে জর্জ টাউনে বিমান থেকে নামেই মাঠে নামতে হয় সাকিবকে। প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচেই নেতৃত্বের ভার কাঁধে নিয়ে ঝাঁপিয়ে পড়েন পুরোপুরি। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের দ্বিতীয় বলেই প্রতিপক্ষ ব্যাটার নাঈমকে আউট করেন। এরপর নিজের দ্বিতীয় স্পেলে ম্যাথু ক্রসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান সাজঘরে।
২ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলেন অনন্য। দ্রুতগতির এক রানআউট ও ডাইভ দিয়ে নেওয়া একটি দুর্দান্ত ক্যাচ জানান দেয়, সাকিব এখনও ফর্মে আছেন।
তবে ব্যাট হাতে ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার। ওপেনিংয়ে নেমে মারেন একটি ছক্কা ও একটি চার, কিন্তু ইনিংস থামে ১৩ রানে। টিওন ওয়েবস্টার ও ম্যাথু ক্রসের ঝড়ো ব্যাটিংয়ে ফ্লোরিডা তোলে ১০৭ রান। জবাবে মিয়ামি ব্লেজ ছোট ছোট ইনিংস খেললেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, হেরে যায় ৯ রানে।
Discussion about this post