তিনি বিশ্বসেরা ক্রিকেটারদের একজন। তার কথার আলাদা গুরুত্ব তো থাকতেই হবে। সেই সাকিব আল হাসান এবার বেছে নিলেন তার চোখে বাংলাদেশের সর্বকালের সেরা একাদশ। অনলাইন শপিং প্লাটফর্ম দারাজের ফেসবুক লাইভ আড্ডায় সাকিব আল হাসান জানালেন তার পছন্দের একাদশ।
যেখানে হাবিবুল বাশার সুমনকে অধিনায়ক রেখে দল গড়লেন। আর সেই দলে রাখলেন মোহাম্মদ আশরাফুলকে। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানকে সম্মান দিলেন তিনি। মাশরাফি বিন মুর্তজাকে একাদশে রাখলেও তাকে অধিনায়ক করেন নি সাকিব।
সাকিব তার পছন্দের একাদশ বলতে গিয়ে বলেন, ‘এভাবে ১১ জনের নাম বলাটা কঠিন। তারপরও যদি শুরু করি তাহলে ওপেনার থেকে প্রথমে তামিম ইকবাল, সেকেন্ড ওপেনার জাভেদ ওমর বেলিম। তিনে আশরাফুল, চারে সাকিব আল হাসান। পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে মাহমুদুল্লাহ রিয়াদ, সাতে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশার ক্যাপ্টেন। দুই পেসার রুবেল হোসেন আর মুস্তাফিজুর রহমান।’
এভাবেই থামেন সাকিব। অবশ্য ভাল করেই জানেন এই দল নিয়ে কেউ চাইলে বিতর্ক করতেই পারেন।
সাকিবের পছন্দের একাদশ-
হাবিবুল বাশার (অধিনায়ক), তামিম ইকবাল, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post