ডু অর ডাই! এমনই একটা দৃশ্যপটে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তারপরই ঘুরে দাঁড়াল সাকিব আল হাসানের দল। লাহোরে রোববার আফগানিস্তানকে হারালেই হতো না, দরকার ছিল বড় ব্যবধানে জয়। নেট রানরেটের কথাও ভাবতে হয়েছে। মাঠে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজের শতরানে নেট রানরেটে বাড়িয়ে সাকিবের দল সুপার ফোরও নিশ্চিত করেছে।
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। এ অবস্থায় ১ম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও আফগানদের বিপক্ষে জিতেছে ৮৯ রানে জিতেছে টাইগাররা। ২ ম্যাচে এক হার ও এক জয়ে বাংলাদেশের অর্জন ২ পয়েন্ট। +০.৩৭৩ নেট রানরেটে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দুইয়ে তারা। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +০.৯৫১ নেট রানেরেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা।
আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। ওই অবস্থায় শ্রীলঙ্কা চলে যাবে তিনে, শীর্ষ দুই দল হিসেবে বাংলাদেশ, আফগানিস্তান চলে যাবে সুপার ফোরে। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে তখন দাঁড়াবে বাংলাদেশ ‘বি২’ ও শ্রীলঙ্কা ‘বি১ ’। যদি আফগানিস্তান ওঠে, তাহলে ‘বি১’ হিসেবে উঠবে। এর মানে সুপার ফোর নিশ্চিত বাংলাদেশের।
বাংলাদেশের সুপার ফোরের সম্ভাব্য সূচি:
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৬ সেপ্টেম্বর পাকিস্তান লাহোর
৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা কলম্বো
১৫ সেপ্টেম্বর ভারত কলম্বো
Discussion about this post