বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দৌড়ে অনেকটাই এগিয়েছিলেন তিনি। পাকিস্তানের সাঈদ আজমল কিংবা ভারতের সাইরাস বাহুতুলের চেয়ে তার দিকেই বেশি নজরটা ছিল। কিন্তু বেশি অর্থ চাইতে গিয়ে এবার সাকিব আল হাসানদের কোচের দৌড় থেকে ছিটকে গেলেন রঙ্গনা হেরাথ।
এমনিতে বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টোরি। সাবেক অধিনায়কের সঙ্গে ১০০ দিনের চুক্তি থাকলেও মেয়াদ শেষ না হলেও দুই পক্ষের সমঝোতায় এই দ্বায়িত্বে আর দেখা যাবে না ভেট্টোরিকে। এ কারণেই স্পিন বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তারপরই উঠে আসে শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথের নাম। দুই পক্ষের কথাও অনেক দূর এগিয়েছিল। কিন্তু পূর্ণ মেয়াদে কাজ না করে দিন হিসেবে চুক্তি করতে চাইছেন হেরাথ। নিজের দাম বাড়িয়ে দিয়েছেন তিনি। মজার ব্যাপার হলো- বিসিবির কাছে দাবি করলেন, ভেট্টোরির সমান পারিশ্রমিক।
ভেট্টোরির পারিশ্রমিক টাকার হিসেবে দিনে প্রায় আড়াই লাখ। তারকা মূল্যে অনেক দূর এগিয়ে থাকায় তাকে এই অর্থ দিয়েছে বিসিবি। খেলা ছাড়ার পর কোচিং ক্যারিয়ার গড়েন ভেট্টোরি। হেরাথের অনভিজ্ঞ। এ অবস্থয়ি হেরাথ এ মোটা অঙ্গের কথা চাওয়ায় খুশি নয় বিসিবি। তাকে হিসেবের বাইরে রেখে ভাবছে বিসিবি।
দ্রুত সাকিবদের জন্য স্পিন পরামর্শক চাইছে বিসিবি। কারণ সামনে ব্যস্ত সূচি। জিম্বাবুয়ে সফরের পর বাংলাদেশ দল ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং বছরের শেষ দিকে শ্রীলঙ্কাকে আতিথ্য দেবে। এরপর বিশ্বকাপ। সেই মিশনের আগে কোচ চাইছে বোর্ড। আর সেটা এ মাসেই সমাধান করতে চাইছে।
Discussion about this post