ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বল হাতে যেন আগুণ ঝরালেন তিনি। মোহাম্মদ সাইফ উদ্দিন ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিলেন। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে তারই পথ ধরে জয় পেলো আবাহনী লিমিটেড। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ১৬৫ রানে হারিয়েছে তারা। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী প্রথমে নেমে করে ২৫১ রান। দোলেশ্বর মাত্র ৮৬ রানেই অলআউট।
আসলে সাইফকে খেলতে পারেনি দলটি। প্রথম স্পেলে ভয়ঙ্কর ছিলেন এই পেসার। এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে কখনও ৩ উইকেটের বেশি নিতে পারেন নি তিনি। এবার প্রথম স্পেলেই ৬-২-৯-৫! ২৩ রানে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। আরেক স্পিনার নাজমুল ইসলাম অপু ও অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ নেন একটি করে উইকেট।
এই ম্যাচেও ৪০০ লিস্ট ‘এ’ উইকেট অর্জনের অপেক্ষা শেষ হয়নি মাশরাফি বিন মুর্তজার। ৪ ওভারের প্রথম স্পেলে উইকেট পাননি। ৩৯৯ উইকেটে থমকে আছেন মাশরাফি।
সংক্ষিপ্ত স্কোর-
আবাহনী: ৪৯ ওভারে ২৫১/১০ (জহুরুল ১, সৌম্য ২, মিরাজ ৫, জাফর ৭১, শান্ত ৭০, মিঠুন ৪১, মোসাদ্দেক ০, সাইফ ৯, মাশরাফি ২৪, সানজামুল ৩, অপু ০*; আবু জায়েদ ৯-০-৪৭-৩, ফরহাদ রেজা ৯-১-৪৩-১, আরাফাত সানি ৬-০-৩৭-১, মাহমুদুল ১০-০-৪৮-০, এনাম জুনিয়র ৬-০-২৬-০, তাইবুর ২-০-১১-০, সাইফ ৭-১-৩৭-২)।
প্রাইম দোলেশ্বর: ২৯.৪ ওভারে ৮৬/১০ (ইমরান ০, সৈকত ১, ফরহাদ হোসেন ১১, সাইফ ১৩, মার্শাল ১, মাহমুদুল ২৭*, তাইবুর ৫, ফরহাদ রেজা ৩, এনাম জুনিয়র ১৪, সানি ২, আবু জায়েদ ২; সাইফ ৬-২-৯-৫, মাশরাফি ৪-০-১৯-০, অপু ৬-১-১৫-১, সৌম্য ৬-১-১২-১, সানজামুল ৪.-৪০-২৩-২, মিরাজ ৩-০-৭-১)।
ফল: আবাহনী লিমিটেড ১৬৫ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ সাইফ উদ্দিন
Discussion about this post