ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ড সফর যে কোন ক্রিকেট দলের জন্যই কঠিন এক মিশন। বাংলাদেশ দলও একাধিকবার হতাশা নিয়েই তাসমান পাড়ের দেশটি থেকে ফিরেছে। কিন্তু জয় দিয়েই সিরিজ শুরু করলেন বাংলাদেশের যুবারা। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শুরুতে বল হাতে দাপট দেখালেন দুই বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও শরিফুল ইসলাম। তারপর ব্যাটিংয়ে অধিনায়ক আকবর আলী। শেষ অব্দি অনায়াস জয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
রোববার প্রথম যুব ওয়ানডেতে ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের সামসনে ছিল ১৭৭ রানের লক্ষ্য। সেই চ্যালেঞ্জে অনায়াসেই ৪ উইকেট হারিয়ে ৬৮ বল বাকি থাকতেই হাসিমুখ সফরকারীদের।
রোববার লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিন্তু শুরুতেই ছন্দপতন। প্রথম ওভারে রাইস মারিউকে বোল্ড করেন শরিফুল। তারপরই কনর আনসেলকে ফিরিয়ে দেন মৃত্যুঞ্জয়। এরমধ্যে ওলি হোয়াইট করেন ৩০ ও বেন পোমারের ব্যাটে ৪০ রান। ২১ রানে ৩ উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয়। শরিফুল সমান উইকেট পেয়েছেন ৪৪ রানে।
জবাবে নেমে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান পারভেজ হোসেন। এরপর দ্রুত ফেরেন ওপেনার তানজিদ হাসানও।
মাহমুদুল হাসান ও তৌহিদ কিছুটা সময় লড়েছেন। মাহমুদুল করেন ২৮। ৯৯ রানে প্রথম চার উইকেট হারালেও আকবর ও শাহাদাতের ব্যাটে রক্ষা। শাহাদাতের সঙ্গে ৮১ রানের জুটি গড়েন অধিনায়ক আকবর। তিনি ৬৫ রান করতে খেলেন ৬১ বল। ২৪ রানে অপরাজিত শাহাদাত।
আগামী বুধবার হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে লড়বে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৪৮ ওভারে ১৭৬ (মারিউ ২, জোহরাব ১৮, আনসেল ২৪, হোয়াইট ৩০, টাসকফ ১, লেলম্যান ২১, পোমারে ৪০, অশোক ১৪, ফিল্ড ১৭, ডিকসন ২*, জ্যাকসন ০; শরিফুল ৯-০৪৪-৩, তানজিম ১০-১-৪১-১, মৃত্যুঞ্জয় ৯-০-২১-৩, রকিবুল ১০-১-২৫-১, শামিম ১০-০-৪২-২)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩৮.৪ ওভারে ১৮০/৪ (তানজিদ ২৮, পারভেজ ২, মাহমুদুল ২৮, হৃদয় ২৬, শাহাদাত ২৪*, আকবর ৬৫*; টাসকফ ১০-০-৩৭-২, জ্যাকসন ৭-০-৪০-১)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী
Discussion about this post