বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আম্পায়ারিং নিয়ে বিতর্কের কমতি নেই। এমন কী টিভি আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। তার পথ ধরেই এবার আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানাল বিসিবি। আলোচিত সেই আউটের ক্ষেত্রে বিপিএলের প্লেয়িং কন্ডিশনই অনুসরণ করেছেন টিভি আম্পায়ার। আউট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর মূল কারণ, আইসিসির আইন বিপিএলে বদলে ফেলা হয়েছে।
এমনিতে আইসিসির আইন অনুযায়ী, বলের বেশির ভাগ অংশ বা বলের অন্তত ৫১ ভাগ স্টাম্পের লাইনে থাকলে সেটিকে ‘ইন লাইন’ বলে ধরে নেওয়া হবে। আর সেটিই এই বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ‘ইন লাইন’ হিসেবে বিবেচনার জন্য বলের সামান্য কোনো অংশ লাইন স্পর্শ করলেই চলবে!
গত শনিবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচে দেখা গেল এমন দৃশ্য। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইফতিখার আহমেদের বলে জাকের আলিকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। জাকের রিভিউ নিতেই ঘটনার শুরু। রিভিউয়ে দেখা মিলল- বলের সামান্য একটু অংশ পড়েছে স্টাম্প লাইনে। আইসিসির নিয়ম জানাচ্ছে-, ‘নট আউট।’ কিন্তু মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখলেন টিভি আম্পায়ার।
তাইতো ম্যাচ শেষে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করব যে, সেটা করেও লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে।’
এমন সমালোচনার পর গত রাতে বিসিবি থেকে মেইল করে জানানো হয়, বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী টিভি আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক। ম্যাচে বরিশালের বিপক্ষে ১২ রানে হার মানে কুমিল্লা।
Discussion about this post