বছর দুয়েক ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত এক নাম নাসির হোসেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলতে থাকলেও কিছুতেই জাতীয় দলে জায়গাটা হচ্ছে না তার। একবার দুবার সুযোগ পেলেও স্থায়ী হতে পারছেন না কিছুতেই। তবে এই অলরাউন্ডারের লড়াই থেমে নেই। অবশ্য দুর্নামও কম নেই তার। এসব নিয়ে ভাবেন না নাসির। একইসঙ্গে তার জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া।
রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাসির বললেন, ‘আমি জানি না, মানুষ কেন আমাকে ভালোবাসে। এটা আমার বড় পাওয়া। সবাই এমনটি পায় না। আমি সেটি পেয়েছি। তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তারা আমার ওপর যে বিশ্বাস রাখেন, অনেক আশা করেন, আমি চেষ্টা করব সেই বিশ্বাস ও আশাটা রাখার জন্য। সেটা করার জন্য এই অনুশীলন ক্যাম্প, ফিটনেস ক্যাম্প।’ সেই চেস্টাতেই এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ফেলার লড়াইয়ে আছেন নাসির। বললেন, ‘চেষ্টা করছি জাতীয় দলে ফেরার জন্য।’
এখানেই শেষ নয়, তার লাইফস্টাইল নিয়েও উঠছে প্রশ্ন। অনেকেই বলেন তার জীবনে শৃংখলা নেই। এরই মাশুল নাকি তিন গুনছেন। এনিয়ে নাসির বলছিলেন, ‘দেখুন যাদের নাম হয়, তাদের বদনামও হয়। এটা সত্য কথা। আপনি আমাকে এক চোখে দেখবেন, আরেকজন আরেক চোখে দেখবে। আমার চোখ দিয়েও তো আমি সবাইকে এক চোখে দেখতে পারব না।’
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলছেন তিনি। লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে করেছিলেন চ্যাম্পিয়ন। তারই পথ ধরে এবার জাতীয় দলে ফিরতে লড়ছেন। আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে চোখ রাখছেন। এজন্য অনুশীলনে মনোযোগি টাইগার এ অলরাউন্ডার।
আগস্টের শেষ দিকে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার কথা। অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টিম টাইগার্স। দুই সিরিজকে সামনে রেখে মিরপুরে চলছে মুশফিকুর রহীম-মাশরাফি বিন মুর্তজাদের অনুশীলন। যেখানে শতভাগ উজাড় করে দিয়ে যাচ্ছেন নাসির। লক্ষ্য একটায়। জাতীয় দলের হারানো জায়গাটা ফিরে পাওয়া। কিন্তু টিম কম্বিনেশনের কারণে সেটা বেশ কঠিনই হবে তার জন্য। যা ভালো করেই জানা রয়েছে টাইগার এ অলরাউন্ডারের।
এখন অনুশীলন ক্যাম্পে চোখ নাসিরের। এখান থেকে নিজের ফিটনেসটা আরও উন্নতি করতে চান তিনি। এজন্য নিয়োমিত কঠোর অনুশীলন করছেন টাইগার এ অলরাউন্ডার।বলেন ‘আমরা খেলোয়াড়, ভালো পারফর্ম করার জন্য ফিটনেস ৬০ ভাগ সাহায্য করে। আমি আমারটা ফিটনেস ট্রেনিং ক্যাম্প থেকে পাওয়ার চেষ্টা করছি। মনোযোগ আর প্রস্তুতি এখন ফিটনেস ট্রেনিং নিয়ে। ব্যাটিং-বোলিং শুরু করার পর সেখানেও ভালো করার চেষ্টা করব।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার সফরে টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টিম টাইগার্স। তাইতো টেস্টের দিকে নয়, আপাতত রঙিন পোশাকের ক্রিকেটের দিকেই চোখ রাখছেন নাসির। এ নিয়ে গতকাল মিরপুরে যেমনটা বলছিলেন তিনি।‘টেস্ট সিরিজ নিয়ে তেমন কোনো লক্ষ্য নেই। ওয়ানডেতে যদি আমি খেলি অবশ্যই দল আমার থেকে যা চায়, সেটাই করার চেষ্টা করব।’
নাসিরের জায়গাটা আপাতত দখল করেছেন মোসাদ্দেক হোসেন ও সাব্বির রহমান। যাদের কারণেই টাইগার স্কোয়াডের বাইরে মিস্টার ফিনিসার। এমনটা অনেকেই ভেবে থাকেন। কিন্তু ব্যাপারটিকে নাসির দেখছেন পজিটিভ হিসেবে। ‘আমি মনে করি না আমার কোনো প্রতিদ্বন্দ্বী আছে কিংবা কেউ কারও প্রতিদ্বন্দ্বী জাতীয় দলে। ‘এখন তারা ভালো খেলছে (সাব্বির-মোসাদ্দেক)। দোয়া করি, জাতীয় দলে যারা আছে; তারা যেন আরো ভালো খেলে। ভালো খেললে যে কারো সুযোগ অবশ্যই আসবে।’
নাসির একইসঙ্গে জানালেন তিনি, সোশাল মিডিয়ায় চোখ রাখেন না। বলেন,
‘ফেসবুক বলেন বা পেপার…সত্যি বলতে আমি পেপার পড়ি না। ফেসবুক থাকা না থাকা একই কথা। শুধু তো সবার ব্যক্তিগত নিউজ আর নিউজ। আপনি যখন খেলাধুলা করেন, তখন এসব নিউজ আপনার মাথায় থাকে না।’
Discussion about this post