তাদের দু’জনের ধর্ম ইসলাম বলেই কী এমন করে সমালোচিত হচ্ছেন? প্রশ্নটা উঠেছে গোটা ভারত জুড়ে। প্রথমে মোহাম্মদ সামি তারপর ইরফান পাঠান। দুজনই উগ্র ভক্তদের সমালোচনার শিকার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে দুই মুসলিম ভারতীয় ক্রিকেটারকে নিয়ে চলছে সমালোচনা। বলা হচ্ছে তাদের প্রতি ভক্তদের এমন আক্রোশের কারণটাও ধর্মীয়।
কিছুদিন আগে ইরফান তার স্ত্রীর একটি ছবি টুইটারে পোস্ট করেছিলেন। যেখানে দেখা গেছে তার স্ত্রী সাফা বেগ হাত দিয়ে মুখমণ্ডল আংশিক ঢেকে রেখেছেন। হিজাব পরিহিতা সাফার মুখমণ্ডলের আর পোশাকনিয়ে কারও অভিযোগ নেই। কিন্তু অভিযোগ হাতের আঙুলে থাকা নেইল-পলিশ নিয়ে!
ইরফানের স্ত্রী নেইল-পলিশ ব্যবহার করায় ধর্মের অবমাননা হয়েছে- এমন সমালোচনায় মেতে উঠেন অনেকেই। কিন্তু ভারতীয় সাবেক এই অলরাউন্ডার এসবকে পাত্তা দিচ্ছেন না। তিন যেমনটা বলছিলেন, ‘আবারও বলছি– যদি ভালোবাসা থাকে, তাহলে ঘৃণাও থাকে। আমরা যা করেছি ঠিকই করেছি।’ ধর্ম পরায়ন ইরফান স্ত্রীকে নিয়ে এরইমধ্যে পবিত্র মক্কায় গিয়ে উমরাহ করে এসেছেন।
এর আগে একইভাবে বিপাকে পড়েন ভারতের আরেক ক্রিকেটার সামি। তার কন্যার দুই বছর হয়েছে। এই উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করার ছবি ফেসবুকে দিয়েছিলেন এই পেস বোলার। কিন্তু কিছু ভক্ত খেপেছেন! অবশ্য তিনিও এমন ঘটনাকে পাত্তা দিচ্ছেন না!
Discussion about this post