শুক্রবার পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজে ১-১-এ সমতা আনল লঙ্কানরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে আবারও ছন্দ পেল পাকিস্তানের ব্যাটিং লাইন। দুবাইতে উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের সেঞ্চুরি, অধিনায়ক মিসবাহ এবং আফ্রিদির ভালো ব্যাটিংয়ে ৪ উইকেটে ২৮৪ রান জমা করে। ১৪০ বলে ১২৪ রান করে ফিরে যান শেহজাদ। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি এবং সর্বোচ্চ ইনিংস। গত ম্যাচের মতো এদিনও ঝড়ো ব্যাট করলেন আফ্রিদি। ১৫ বলে করলেন অপরাজিত ৩০। আর ৬২ বলে অপরাজিত ৫৯ রান করেন মিসবাহ। সঙ্গে হাফসেঞ্চুরি করার পথে গড়েন একটি রেকর্ডও। এক বছরে ১৩টি হাফসেঞ্চুরি করেছিলেন শচীন ও কারস্টেন।
জয়ের জন্য ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ঘাম ঝরিয়ে জিতে শ্রীলঙ্কা। কুলাসেকারা ২৬ বলে ৩২ ও ম্যাথুস ৪৭ রান করেন। কুমার সাঙ্গাকারা ৫৮ রান করার পথে ওয়ানডে ক্যারিয়ারে ১২ হাজার রানের মাইলফলকে পৌঁছান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২৮৪/৪, ৫০ ওভার (শেহজাদ ১২৪, হাফিজ ৩২, মিসবাহ ৫৯*, আফ্রিদি ৩০*; প্রসন্ন ১/৪৫, কুলাসেকারা ১/৫৬)।
শ্রীলঙ্কা : ২৮৭/৮, ৪৯.৪ ওভার (কুশল ১৬, দিলশান ৪০, সাঙ্গাকারা ৫৮, চান্দিমাল ৪৪, কুলাসেকারা ৩২, ম্যাথুস ৪৭, দিমুথ ১৬*, সেনানায়েকে ৬*; জুনায়েদ ৩/৫২, আফ্রিদি ২/৪৬)। ফল : শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী। ম্যাচসেরা : অ্যাঞ্জেলো ম্যাথুস।
Discussion about this post