আগের ম্যাচে হারের ধাক্কা সামলে উঠেছে পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার দুবাইয়ে দক্ষিণ আফ্রিকাকে অনায়াসে ৬৬ রানে হারিয়েছে পাকিস্তান। ৫ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা।
টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে পাকিস্তান অলআউট হয়ে তুলে ২০৯ রান। ৫৮ রান করেন আহমেদ শেহজাদ।
জবাবে ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
বুধবার প্রথম ওয়ানডে নাটকীয়ভাবে ১ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৪৯.৪ ওভারে ২০৯/১০ শেহজাদ ৫৮, হাফিজ ২৬, মিসবাহ ২৫, আমিন ১৪, উমর আকমল ১৮, আফ্রিদি ২৬; ম্যাকলারেন ৪/৩৪, মর্কেল ৩/৩৮)
দক্ষিণ আফ্রিকা: ৪০.৪ ওভারে ১৪৩/১০ (স্মিথ ১৪, ডুমিনি ২৫, ম্যাকলারেন ২৯*, পার্নেল ২১; আফ্রিদি ৩/২৬, ইরফান ৩/৫৩, আজমল ২/১৫, তানভীর)
ফল: পাকিস্তান ৬৬ রানে জয়ী
ম্যাচসেরা: শহীদ আফ্রিদি।
Discussion about this post