বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার চিটাগং ভাইকিংস যেন তারকায় ঠাসা এক দল। অধিনায়ক তামিম ইকবালের দলে আছেন গ্র্যান্ট ইলিয়ট, জিভন মেন্ডিস, ডোয়াইন স্মিথ আর শোয়েব মালিকের মতো আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ক্রিকেটাররা। কিন্তু নৈপুন্যে তাদের ছাপিয়ে গেলেন মোহাম্মাদ নবি। এক আফগান বীর।
বিপিএলে ধরে রেখেছেন ধারাবাহিকতা। ৭ ম্যাচ খেলে ৫ ইনিংস ব্যাট হাতে করেছেন ১৯২ রান রান। ইর্ষনীয় গড় ৬৪.০০। রাজশাহী কিংসের বিপক্ষে করেন সর্বোচ্চ অপরাজিত ৮৭। ৩
বল হাতেও দারুণ সফল তিনি। সাত ম্যাচে বল করেছেন ২৪ ওভার। ১৫০ রান দিয়ে তুলে নেন ১১ উইকেট। গড় ১২.৯২। দলের ৩ জয়ের দিনই মোহাম্মাদ নবী হয়েছেন ম্যাচসেরা।
আফগান দলে ৭০টি ওয়ানডে ও ৪৫টি টি-টুয়েন্টি খেলা নবি এবারের বিপিএলের সেরা অলরাউন্ডার হওয়ার দৌড়ে সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যাচ্ছেন।
Discussion about this post