ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ টেস্ট। ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ বন্দুকধারীর হামলার পর স্তব্ধ সবাই। এই হামলায় অল্পের জন্য বেঁচে যাওয়া ক্রিকেটাররা এখনো আতঙ্কে আছেন। এ অবস্থায় মাঠে নামার কোন প্রশ্নই আসেনা। তাইতো শনিবার শুরু হতে যাওয়া সেই টেস্ট ম্যাচটি বাতিল হয়েছে। এক টুইটে ক্রিকেট নিউজিল্যান্ড জানিয়েছে, দুই বোর্ডের যৌথ আলোচনায় নেওয়া হয় এ সিদ্ধান্ত।
আতঙ্কের নগরী ক্রাইস্টচার্চ জুড়ে এখন শুধুই নিরাপত্তা বেষ্টনি। শহরের অধিবাসীদের প্রয়োজন না হলে বাড়ির বাইরে না যেতে অনুরোধ করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হামলাকারীরা ফের হামলা চালাতে পারে।
তবে স্বস্তির খবর হচ্ছে-বাংলাদেশের দলের সব ক্রিকেটার এখনো হোটেলে নিরাপদ রয়েছেন। সবাইকে হোটেলে থাকতে বলা হয়েছে। অনুশীলন শেষে মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাঁদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। জানান- সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়রা তখনই দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। এরপর হোটেলে নিয়ে আসা হয় ক্রিকেটারদের।
এর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে জুমার নামাজের সময় গোলাগুলির ঘটনায় অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন ক্রিকেটার। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ জানান, দলের সদস্যরা সবাই নিরাপদে হোটেলে ফিরেছেন।
খালেদ মাসুদ বলেন, ম্যাচের আগে শুক্রবার সকালে ওই মাঠে অনুশীলন করেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। সেখান থেকে তাদের কয়েকজন কাছের ওই মসজিদে গিয়েছিলেন জুমার নামাজ পড়ত।
জানা গেছে- হ্যাগলি পার্কের পাশে ডিনস এভিনিউয়ের সেই মসজিদে শুক্রবার জুমার নামাজ পড়তে এসেছিলেন কয়েকশ মুসলমান। মিলিটারি ধাঁচের ক্যামোফ্লাজড পোশাক পরিহিত এক ব্যক্তি অটোমেটিক রাইফেল হাতে ওই মসজিদে প্রবেশ করে এবং প্রায় ২০ মিনিট ধরে গুলি চালায়। মৃত্যের সংখ্যা ৩০ ছাড়িয়েছে বলে জানা গেছে।
Discussion about this post