সন্তাসবাদী হামলার পর শোকে কাতর স্পেনের বার্সেলোনা নগরী। গত বৃহস্পতিবার বিকেলে এই জনবহুল শহরটিতে সন্ত্রাসী হামলায় মারা গেছেন কমপক্ষে ১৩ জন। আহত প্রায় ৫০ জন। এ সন্ত্রাসী হামলায় শোকাহত লিওনেল মেসিও। বার্সেলোনা ফুটবল ক্লাবের এই মহাতারকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিতে ভুল করলেন না।
মেসি বললেন, ‘সন্ত্রাসীদের জানাতে চাই যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের বিপক্ষে আমি আমার অবস্থানে থেকে লড়াই চালিয়ে যাব। আমরা যারা শান্তিতে বসবাস করতে চাই তারা কখনই হাল ছাড়বো না। এমন এক ঘৃণামুক্ত জগত গড়তে চাই যেখানে বেশির ভাগ মানুষের মধ্যে থাকবে শ্রদ্ধা এবং সহনশীলতার সহাবস্থান।’ এর সঙ্গে যোগ করেন, ‘বার্সেলোনায় ভয়ানক হামলায় নিহতদের পরিবার ও তাদের বন্ধুদের প্রতি রইলো আমার গভীর সমবেদনা এবং সমর্থন।’
বার্সেলোনা ফুটবল ক্লাবও এমন ঘটনায় শোকাহত। তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, ‘প্রিয় নগরীতে সন্ত্রাসীদের হামলায় আমরা শোকাহত। হামলার শিকার ব্যক্তি, তাদের পরিবার এবং বার্সেলোনার প্রতিটি নাগরিকের প্রতি থাকলো আমাদের সমবেদনা।’
Discussion about this post