প্রথম দুটো সেশন রাজত্ব থাকল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় সেশনেই সর্বনাশ! অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটা শেষ অব্দি পিছিয়ে থেকেই শেষ করল মেহেদী হাসান মিরাজের দল। শুক্রবার টেস্টের প্রথম দিনে ১ম ইনিংসে ৫ উইকেটে ২৫০ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ।
অথচ সকালে দারুণ দাপট ছিল বাংলাদেশের। লাঞ্চ বিরতির সময় ২ উইকেটে ৫০ রান ছিল উইন্ডিজের। দ্বিতীয় সেশনে ৩ উইকেটে ১১৬। কিন্তু চা বিরতির পরই সর্বনাশ। স্বাগতিকরা তুলে ১৩৪ রান। এখানেই পিছিয়ে পড়ে মিরাজের দল।
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে ৮৪ ওভার খেলে মাত্র ২৫০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। আলোকস্বল্পতায় খেলা শেষ হয় ৬ ওভার আগেই। জাস্টিন গ্রেভস ১১ ও জশুয়া ডি সিলভা ১৪ রানে অপরাজিত আছেন।
অ্যান্টিগার টস জিতে বল হাতে নেয় বাংলাদেশ। দাপট দেখিয়ে শুরুতে দুটি উইকেট নেন তাসকিন আহমেদ। প্রথম দিনে ৩৮ ওভার বোলিং করেছেন দুই স্পিনার মিরাজ ও তাইজুল ইসলাম।
এদিকে এটি মিরাজের টেস্ট ক্যারিয়ায়ের ৫০তম ম্যাচ। আবার এই ম্যাচ দিয়েই টেস্টে নেতৃত্বের অভিষেক হয়েছে তার। দলে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই। এই সুযোগেই ক্যাপ্টেন বনে গেলেন মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১ম ইনিংসে ৮৪ ওভারে ২৫০/৫ (ব্র্যাথওয়েট ৪, লুই ৯৭, কার্টি ০, হজ ২৫, আথানেজ ৯০, গ্রেভস ১১*, জশুয়া ১৪*; হাসান ১৮-৩-৫৪-০, শরিফুল ১৩-৪-২৭-০, তাসকিন ১৫-২-৪৬-২, তাইজুল ২২-৪-৬৭-১, মিরাজ ১৬-২-৪৭-১)।
#১ম দিন শেষে
Discussion about this post