দেশের বর্তমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি চিন্তিত করে তুলেছে তাকেও। সব মিলিয়ে যা হচ্ছে তাতে রীতিমতো হতাশ মুশফিকুর রহীম। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলছিলেন, রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত দ্রত বন্ধ হওয়া দরকার।
এমন পরিস্থিতে দেশের মানুষও যে অমানুষিক কষ্ট করছেন, সেটা বুঝতে পারছেন মুশফিক। বিশেষ করে খেটে খাওয়া মানুষদের দুরবস্থা নিয়ে চিন্তিত তিনি। তাইতো মঙ্গলবার বলছিলেন, ‘আসলে আমরা না খেললেও বাসায় অন্তত তিন বেলা ভালোমতো খেতে পারছি। তবে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা শোচনীয়! তাদের জন্য মন খারাপ লাগছে। তাইতো তাদের কথা চিন্তা করেও যেন দেশে শান্তি ফিরে আসে। তারা বাঁচতে যেন পারে।’
এ জন্য এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের মতো বিশ্ব আসর আয়োজন নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়-সন্দেহ। তবে বাংলাদেশ অধিনায়ক বললেন,-‘রাজনৈতিক কারণে এশিয়া কাপ নিয়ে সংশয়-সন্দেহ দেখা দিলেও এ আলোচনা ক্রিকেটারদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলছে না।’
মুশফিকের ভাবনায় এখন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। জানালেন, ওই সিরিজের আগে বিসিএল খুব কাজে দেবে-‘বিসিএল অবশ্যই সাহায্য করবে। কারণ অনেকদিন ধরে জাতীয় দলের আমরা চারদিনের ম্যাচ খেলি না। এ ধরনের অবস্থায় যদি দুটি চারদিনের ম্যাচ খেলতে পারি তাহলে খুব ভালো হবে। কারণ ম্যাচ প্রাকটিসের বিকল্প কিছু নেই।’
২৪ জানুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট দলের।
শ্রীলঙ্কার বাংলাদেশ সিরিজ সূচি
২৯ জানুয়ারি, ২০১৪ প্রথম টেস্ট মিরপুর
৬ ফেব্রুয়ারি, ২০১৪ দ্বিতীয় টেস্ট চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি, ২০১৪ প্রথম টি-টুয়েন্টি (দি/রা) চট্টগ্রাম
১৪ ফেব্রুয়ারি, ২০১৪ দ্বিতীয় টি-টুয়েন্টি (দি/রা) চট্টগ্রাম
১৭ ফেব্রুয়ারি, ২০১৪ প্রথম ওয়ানডে (দি/রা) সিলেট
২০ ফেব্রুয়ারি, ২০১৪ দ্বিতীয় ওয়ানডে (দি/রা) মিরপুর
২২ ফেব্রুয়ারি, ২০১৪ তৃতীয় ওয়ানডে (দি/রা) মিরপুর
Discussion about this post