অপরাধ প্রমানিত! শাস্তি থেকে বাঁচা হল না শান্তাকুমারন শ্রীশান্থের।। আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে আজীবন নিষিদ্ধ করা হয়েছে রাজস্থান রয়্যালসের ভারতীয় এই পেসার পেসার। একই অপরাধে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীশান্থের রাজস্থান রয়্যালসের সতীর্থ অঙ্কিত চাভানও। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় অমিত সিংকে পাঁচ ও এক বছরের জন্য সিদ্ধার্থ ত্রিবেদীকে ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে।
অভিযোগ প্রমান না হওয়ায় রাজস্থানের আরেক ক্রিকেটার হারমিত অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি এই সিদান্ত নিয়েছে।
ভারতীয় বোর্ড বোর্ড যেমনটা জানিয়েছে- ‘শ্রীশান্থেরকে ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে তিনি ক্রিকেট খেলা ছাড়াও ক্রিকেটের সঙ্গে কিংবা বোর্ডের অনুমোদিত ক্রিকেট সংক্রান্ত কোনো কর্মকাণ্ডেও যুক্ত হতে পারবেন না।’
শ্রীশান্থ এমন শাস্তির খবর শুনে বিস্মিত। বললেন ‘আমি আজীবন নিষিদ্ধ! টিভি চ্যানেলে দেখলাম। আমি খুবই বিস্মিত!’ গত আইপিএলে ৯ মের পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন শ্রীশান্ত। তদন্তে বেরিয়ে আসে সত্যিই স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন তিনি!
ভারতীয় ক্রিকেটে তাহলে শ্রীশান্থ অধ্যায়ের ইতি ঘটল!
Discussion about this post