এশিয়া কাপে ‘বি’ গ্রুপের সুপার ফোরে কারা উঠবে, সেই সমীকরণ এখন পুরোপুরি নির্ভর করছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের উপর। আজ আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশও।
শ্রীলঙ্কা জিতলেই সুপার ফোরে জায়গা হবে লঙ্কানদের সঙ্গে বাংলাদেশের। তখন শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াবে ৬, বাংলাদেশের থাকবে ৪ এবং আফগানরা ২ পয়েন্ট নিয়েই বিদায় নেবে।
কিন্তু আফগানরা জিতলে সমান ৪ পয়েন্ট পাবে তিন দল। তখন ফয়সালা হবে রান রেটে। বর্তমানে আফগানিস্তানের রান রেট +২.১৫০, শ্রীলঙ্কার +১.৫৪৬, আর বাংলাদেশের -০.২৭০। এ হিসেবে আফগানরা জিতলেই এগিয়ে থাকবে। বাংলাদেশের পক্ষে সুপার ফোর নিশ্চিত করতে হলে শ্রীলঙ্কাকে অন্তত ৭০ রানে কিংবা ৫০ বল হাতে রেখে হারতে হবে আফগানিস্তানের কাছে।
ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায় বা পরিত্যক্ত হয়, তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাই যাবে সুপার ফোরে।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৮ বারের লড়াইয়ে শ্রীলঙ্কা এগিয়ে আছে ৫–৩ ব্যবধানে। ফলে ইতিহাস লঙ্কানদের পক্ষেই কথা বলছে, তবে আফগানিস্তানের বর্তমান রান রেট তাদের আত্মবিশ্বাসী রাখবে।
Discussion about this post