ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে দীর্ঘ তিন মাস অনুশীলনহীন বাংলাদেশ ক্রিকেট দল। যে কারণে শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুত নয় দলটি। তাই সেখানে টেস্ট খেলতে ইচ্ছুক নন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। ব্যাপারটি সোমবার জানিয়েছে কোয়াব।
শ্রীলঙ্কা সফরের ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নেয়ার আগেই ক্রিকেটাররা অনীহার কথা জানিয়েছেন। দীর্ঘ তিন মাস অনুশীলনহীন কাটানো ক্রিকেটাররা মানসিক এবং শারীরিকভাবে তিন ম্যাচের টেস্ট খেলতে প্রস্তুত নন বলে রবিবার ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর অনলাইন সভায় তাদের মতামত জানিয়েছেন। কোয়াব সভাপতি এবং বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়, কোয়াব সহ-সভাপতি ও বিসিবি পরিচালক খালেদ মাহামুদ সুজনকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম,মুমিনুল হক,মাহামুদুল্লাহ রিয়াদ। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব জানিয়েছে, ‘বাংলাদেশ জাতীয় দলের শ্রীলংকা সফরের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাস্থ্যবিধি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করন পূর্বক গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত গ্রহন করবেন।’
এদিকে বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট খেলার জন্য শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত নয় বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ‘অনুশীলনই তো শুরু করা যাচ্ছে না। মিরপুর রেড জোন, কক্সবাজার রেড জোন। কোথায় অনুশীলন শুরু করবে ক্রিকেটাররা। ওয়ানডে, টি-টোয়েন্টি হলে ভিন্ন কথা থাকতো। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যে ধরনের শারীরিক এবং মানসিক প্রস্তুতি থাকা দরকার, তা তো ক্রিকেটাররা নিতে পারেনি।’
Discussion about this post