ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেশ কয়েক বছর ধরেই ক্রিকেট আর ফিক্সিং যেন এক সুতোয় গাঁথা হয়ে গেছে। এদিকে আবার জুয়াড়িরা ধরা পড়ার পাশাপাশি বেড়েছে ফিক্সিং করে ক্রিকেটাররা ধরা পড়ার হারও। মাত্র কয়েকদিন আগে ধরা পড়া এক ভারতীয় জুয়াড়ির কথায় সারাবিশ্বে তোলপাড় হয়েছে। তার দাবি ছিল প্রতিটা ক্রিকেট ম্যাচেই ফিক্সিং হয়। এবার শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছে আইসিসি।
এদিকে গত মাসে জুয়াড়ির সঙ্গে যোগাযোগ রাখলেও তা গোপন ও অস্বীকার করার অপরাধে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের উমর আকমল। শ্রীলঙ্কার কোন তিনজনের দিকে অভিযোগ তোলা হয়েছে তা অবশ্য জানানো হয়নি। তবে দেশটির ক্রীড়া মন্ত্রী দালাস আলহাপপেরুমা তিন ক্রিকেটারের উপর তদন্তের খবরটি নিশ্চিত করেছেন।
সব সময় লঙ্কান ক্রিকেটাররা ক্লিন ইমেজের হয়ে থাকে। সেই দেশে ফিক্সিংয়ের অভিযোগ আসায় দালাস আক্ষেপ করে বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে খেলোয়াড়রা অনিয়ম এবং ব্যক্তিত্ব সংকটে ভুগছে। এটা খুবই দুঃখজনক। তাদের উপর দেশের অনেক আশা ছিল।’
এদিকে ক্রিকেটারদের নাম না জানালেও তারা কেউই বর্তমান জাতীয় দলের সদস্য নন বলে নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
Discussion about this post