ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে আজ সাভারের বিকেএসপির ৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বড় সংগ্রহের পথে ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে ৫ উইকেটে ২০৫ রান তোলা দলটি হঠাৎ ধস নামায় থেমে যায় মাত্র ২২৩ রানে। বাকি ৫ উইকেট পড়ে যায় মাত্র ১৮ রানের ব্যবধানে।
টস জিতে আগে ব্যাট করতে নামে লিজেন্ডস রূপগঞ্জ। তবে ম্যাচের শুরু বিলম্বিত হয় মাঠের ভেজা আউটফিল্ডের কারণে, যার ফলে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ কমিয়ে আনা হয় ৪৩ ওভারে।
ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। এই দুজনের ব্যাটে গড়ে ওঠে শতরানের জুটি। সাইফ ৫৫ বলে করেন ৫২ রান, আর তামিম খেলেন ৫৩ বলে ৬৮ রানের ইনিংস।
তাদের বিদায়ের পর ব্যাট হাতে কিছুটা ঝলক দেখান অধিনায়ক আকবর আলি (২২ বলে ২৯ রান) ও আফিফ হোসেন ধ্রুব (৪৭ বলে ৩২)। কিন্তু দলের বাকি ব্যাটাররা ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩৯.২ ওভারে অলআউট হয়ে যায় রূপগঞ্জ।
বোলিংয়ে গাজী গ্রুপের হয়ে সবচেয়ে সফল ছিলেন শেখ পারভেজ জীবন। অসাধারণ বোলিংয়ে মাত্র ৩৬ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি, যা রূপগঞ্জের ইনিংসে বড় ধস নামাতে প্রধান ভূমিকা রাখে। রূপগঞ্জের এখন ২২৩ রানের মাঝারি পুঁজি নিয়েই বোলিংয়ে লড়তে হবে।
Discussion about this post