ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। বাংলাদেশের প্রথম বিশ্বকাপ জয়ে দিয়েছেন নেতৃত্ব। আকবর আলীর অধিনায়কত্বে আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেট জিতে দেশে ফেরে দল। সেই আকবর এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এইচপি দলের ক্রিকেটার। চোখ জাতীয় দলে। জানেন তার আগে আরও বেশি পরিণত হতে হবে।
যদিও বিশ্বকাপ জেতানো আকবর সদ্য শেষে বিসিবি প্রেসিডেন্টস কাপে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েও ব্যাট হাতে ব্যর্থ। বয়সভিত্তিক ক্রিকেটে ভাল খেললেও বড়দের সঙ্গে মানিয়ে নিতে লড়বেন তিনি।
আকবর জানাচ্ছিলেন, ‘আমার মনে হয় এখানে আমাদের (তরুণদের) আরও প্রতিদ্বন্দ্বী হতে হবে।’ দুই ম্যাচে তিন রান করা আকবর বিসিবি প্রেসিডেন্টস কাপ থেকে অনেক কিছু শিখেছেন, ‘ব্যক্তিগতভাবে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। এক সপ্তাহের বেশি সময় ছিলাম একসঙ্গে, অনেক ইতিবাচক জিনিস শিখতে পেরেছি আমরা।’
প্রেসিডেন্টস কাপের অভিজ্ঞতা বেশ কাজে লাগবে আকবরের। শনিবার জানাচ্ছিলেন, ‘আমি তামিম ভাইয়ের দলে ছিলাম, তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় ভাই উনাদের সাথে অনেক কথা হয়েছে। তাদের কাছ থেকে যতটা সম্ভব জানার চেষ্টা করেছি। তারাও অনেক ভালো ভালো ভাবনা দিয়েছেন। আশা করি তাদের কথাগুলো কিংবা তাদের সে অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো আমরা।’
বিসিবি হাইপারফরম্যান্স ইউনিটের ক্যাম্পে নিজেদের স্কিল নিয়ে কাজ করছেন আকবররা। এই ক্যাম্পে আকবরসহ বিশ্বকাপজয়ী দলের ১৩ ক্রিকেটার রয়েছেন। কিভাবে এগিয়ে যাচ্ছে ক্যাম্প। তিনি জানালেন, ‘ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। যেখানেই থাকি সেখানেই উপভোগ করার চেষ্টা করা। সেখান থেকেই বেশিরভাগ শেখার চেষ্টা করি, এখন এইচপিতে আছি, তো এখান থেকেই সর্বোচ্চটা শেখার চেষ্টা করছি, এখানেই যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি।’
কোচ টবি র্যাডফোর্ড ব্যস্ত তার শিষ্যদের নিয়ে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ অব্দি চলবে এই অনুশীলন। এরপর বিসিবির টি-টুয়েন্টি টুর্নামেন্টে খেলতে বন্ধ হবে ক্যাম্প।
Discussion about this post