মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা পাননি অলরাউন্ডার জাহানারা আলম। শৃঙ্খলা ভঙ্গের জন্য দলে রাখা হয়নি তাকে!
জাহানারা নেই, তবে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি)। অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে জাহানারাকে।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে গিয়ে কোচ ও সতীর্থদের সঙ্গে বাজে আচরণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন জাহানারা। যদিও জিম্বাবুয়েতে ২ ম্যাচে নেন ৩টি করে উইকেট!
আইসিসি কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী বাছাইপর্ব জন্য ঘোষিত দল
নিগার সুলতানা জৌতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।
স্ট্যান্ডবাই: জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।
Discussion about this post