শনিবার সন্ধ্যায় বলিউড তারকাদের গ্ল্যামারের ছন্দে শুরু হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ধামাকা। মঞ্চে ঋত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ থেকে শুরু করে সঙ্গীত শিল্পি মিকা সিং তাদরে ছন্দ জাগানো পারফরম্যান্স দেখান। ৪০ মিনিটের চোখ ধাঁধানো অনুষ্ঠানের পরই শুরু হয় ১১তম আইপিএল।
প্রথম ম্যাচে মুস্তাফিজের মুম্বাই মুখোমুখি হয় চেন্নাইয়ের।
শনিবার সন্ধ্যায় মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে চল্লিশ মিনিটব্যাপী এই আয়োজনে দর্শকদের মাতিয়ে রাখেন প্রভু দেবা, তামান্না, ঋত্বিক রোশান, জ্যাকুলিন ফার্নান্দেজরা। যেন এক টুকরো বলিউডের দেখা মিলল।
বলিউড ক্রেজ বরুন ধাওয়ানের নাচ দিয়ে শুরু হয় একাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান। তারপরই আসেন বড় নৃত্য তারকা প্রভু দেবা। তার মিনিট ছয়েকের মঞ্চ কাঁপানো পারফরম্যান্সে মুগ্ধ হয় সবাই।
বাহুবলী তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়ার পর মঞ্চে আসেন পাঞ্জাবী শিল্পী মিকা সিং। তার সঙ্গে ‘মাস্ত কালান্দার’ গেয়ে ওঠে সবাই। জ্যাকুলিন ফার্নান্দেজ পালকিতে চড়ে মঞ্চে আসেন।
আর মূল আকর্ষণ ঋত্বিক রোশান। তরে নাচের কলায় মুগ্ধ করেন সবাইকে।
Discussion about this post