ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেই বলে শুরুতেই বাজিমাত! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এই মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমেই চমক দেখালেন সাকিব আল হাসান। ব্যাট-বল দুটোই দাপট দেখালেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস একটুর জন্য পায়নি জয়ের দেখা।
সাকিব প্রথমে বল হাতে ৪ ওভারে ১ম মেডেনসহ ১৪ রানে তুলে নেন একটি উইকেট। তারপর ব্যাট হাতে ৩ চার ও ১ ছক্কায় ২৫ বলে ৩৮ রান করেন। যদিও মাত্র ১ রানে হেরে যায় তার দল বার্বাডোজ।
রোববার ভোরে সিপিএলের ম্যাচেপ্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। লক্ষ্যটা বড় ছিল না। তারপরও ১৪৮ রানে অলআউট বার্বাডোজ। ইনিংসের শেষ বলে উইকেট হারিয়ে সর্বনাশ! এই হারে প্লে-অফে উঠার পথটাও কঠিন হয়ে গেল সাকিব আল হাসানের দলের। লিগ পর্বের পরের দুই ম্যাচে জিততেই হবে তাদের।
ম্যাচে জবাব দিতে নেমে বার্বাডোজের দুই ওপেনার জনসন চার্লস ১২ বলে ১৩ ও অ্যালেক্স হেলস ২২ বলে ১৯ করে ফেরেন। তিনে নেমে সাকিব চেষ্টা করে যান। রানের চাকা সচল রাভেন তিনি। তার বিদায়ের পর ডুমিনি লড়াই চালিয়ে গেলেন। ১৬ বলে ১৮ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। তারপর জোনাথান কার্টার ২, জেসন হোল্ডার ১, অ্যাশলে নার্স ২, হ্যাডেন ওয়ালস ৯ রানে ফেরেন।
শেষ দিকে ১৮ বলে ৩৪ রান করে জয়ের আশা বাঁচিয়ে রাখেন রেমন রেইফার। শেষ ওভারে জিততে ২ উইকেট হাতে নিয়ে ১২ রান চাই বার্বাডোজের। প্রথম বলটিই ওয়াইড। এরপরের বলেই ছক্কা হাঁকালেন রেইফার। শেষ ৫ বলে দরকার ৫ রান। পরের বলেই ২ রান তুলতে গিয়ে রানআউট রেইফার। শেষ বলে ২ রান হলেই ম্যাচ বার্বাডোজের। কিন্তু হ্যারি গার্নি বোল্ড! হতাশায় শেষ সাকিবদের।
সিপিএলে পরের ম্যাচে সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস লড়বে সেন্ট লুসিয়ার সঙ্গে। বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টায় শুরু হবে এই ম্যাচ।
Discussion about this post