মুশফিকুর রহিমের জন্মদিন আজ। সোমবার ১ সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ২৬ বছরে পা দিলেন দিলেন।
১৯৮৮ সালের ১ সেপ্টেম্বর বগুড়ায় জন্ম নিয়েছেন তিনি। এরপর সময়ের পথ বেয়ে উঠে এসেছেন জাতীয় দলে। আর এখন জাতীয় দলের অধিনায়ক।
এবারের জন্মদিনটা পরিবারের মানুষদের ছাড়াই করতে হচ্ছে মুশফিককে। তিনি এখন রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। অবশ্য হাসিমুখে কেক কাটার অনুসঙ্গটা আগেই পেয়ে গিয়েছিলেন তিনি। টেস্ট সিরিজে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি।
এই উইকেটকিপার-ব্যাটসম্যান ৩৮টি টেস্ট খেলে করেছেন ২১৭৩ রান। দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তিনিই। ১৩৫ ম্যাচে মুশফিকের রান ২৯৪০।
বয়স মাত্র ২৬। নিশ্চিত করেই আরো অনেকটা পথ পাড়ি দেওয়ার আছে তার। সামনে পড়ে আছে দীর্ঘ ক্যারিয়ার। সেই পথ পাড়ি দেওয়ার আগে এ মাসেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে মুশফিকের। বিয়ে করছেন তিনি। গত বছরের ২৬ অক্টোবর জান্নাতুল কিফায়াত মন্ডি’র সঙ্গে আংটিবদল হয়েছে তার। মন্ডি জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা। তার সঙ্গে মুশফিকের পরিচয় মাহমুদউল্লাহর গায়ে হলুদের অনুষ্ঠানে। এরপরই জানা-শোনা। ভাললাগা, প্রেম। তারপর পারিবারিকভাবেই এই সম্পর্ক বিয়েতে গড়াচ্ছে। মুশফিকের হবু স্ত্রী রাজধানীর প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী।
সেই জীবন শুরুর আগেই আরেক আনন্দঘন মুহুর্ত মুশফিকের জীবনে।
হ্যাপি বার্থ ডে ক্যাপ্টেন!!









Discussion about this post