তাকে বলা হতো মিস্টার ফিফটি। যখন বাংলাদেশের ব্যাটসম্যানরা আন্তর্জাতিক ক্রিকেটে রান পেতে লড়তেন তখন তিনি উইকেটে যাওয়া মানেই হাফসেঞ্চুরি নিশ্চিত। সেই সাবেক অধিনায়ক, তারকা ব্যাটসম্যান হাবিবুল বাশারের জন্মদিন বৃহস্পতিবার। ১৭ আগস্ট ৪৬ বছরে পা দিলেন জাতিয় দলের বর্তমান এই নির্বাচক। ১৯৭২ সালের এ দিনে কুষ্টিয়া জেলার নাগাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
সেই কৈশোরে অবশ্য ফুটবলের ভক্ত ছিলেন তিনি। তারপর এক সময় জড়িয়ে পড়েন ক্রিকেটে। এরপর ধাপ পেরিয়ে জায়গা হয় জাতীয় দলে। ২০০৫ সালে তার নেতৃত্বেই জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয় করেছিল টাইগাররা। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারকে গুডবাই বলেন। বাংলাদেশের জার্সি গায়ে হাবিবুল বাশার ৫০ টেস্ট ও ১১১ ওয়ানডে ম্যাচ খেলেন। দুই ফরম্যাট মিলিয়ে ৩টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি আছে তার।
বাংলাদেশের এই কিংবদন্তি ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন হাবিবুল বাশার সুমন।
একনজরে বাশার-
পুরো নাম: কাজী হাবিবুল বাশার সুমন
জন্মস্থান :নাগাকান্দা, কুষ্টিয়া
জন্ম তারিখ :১৭ আগস্ট, ১৯৭২
ডাকনাম: সুমন
প্রিয় জায়গা :কক্সবাজার কুইন্সল্যান্ড
প্রিয় খাবার: খিুচড়ি ও গরুর মাংস
ঘৃণা করি: ভন্ডামি
প্রিয় ফুল: কৃষ্ণচূড়া
প্রিয় মানুষ: বাবা
প্রিয় রং: যে কোনো উজ্জ্বল রং
উচ্চতা: ৫ ফুট ১০ ইঞ্চি
ব্যাটিংস্টাইল: ডানহাতি
টেস্ট অভিষেক: প্রতিপক্ষ ভারত, বঙ্গবন্ধু, ২০০০
টেস্টে সর্বোচ্চ রান: ১১৩, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ২০০৪
ওয়ানডে অভিষেক: প্রতিপক্ষ শ্রীলঙ্কা, শারজা, ১৯৯৫
ওয়ানডেতে সর্বোচ্চ রান: ৭৮, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, ২০০৭
টেস্ট: ৫০; রান : ৩০২৬
ওয়ানডে: ১১১; রান: ২১৬৮
আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর : ২০০৮
Discussion about this post