ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উত্তেজনাপূর্ণ ম্যাচগুলোতে শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী লিমিটেড। লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে আরও এগিয়ে গেছে তারা। এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও জয় তুলে নিয়েছে।
আবাহনীর শীর্ষস্থান আরও শক্তিশালী
লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে আবাহনী। ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিকেএসপিতে আগে ব্যাট করে রূপগঞ্জ ৬ উইকেটে ২৯২ রান করে। দলের হয়ে সাইফ হাসান ১০৩ বলে ৬৭, মাহমুদুল হাসান ৫৪ বলে ৫৮ রান করেন।
আবাহনীর হয়ে নাহিদ রানা ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন।
রান তাড়ায় শূন্য রানে ফিরে যান ওপেনার পারভেজ হোসেন। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিসান আলমকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন। জিসান ৪৬ বলে ৪৩ রান করে আউট হন। এরপর শান্ত নিজের ১৩তম লিস্ট–এ সেঞ্চুরি করেন। ১০৮ বলে ১০১ রান করার পর মেহেদি হাসানের বলে আউট হন তিনি। মুমিনুল হক (৩২ বলে ৩৫) ও মাহফুজুর রহমান (২৫ বলে ৩১*) ম্যাচ শেষ করে আসেন। ৪৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে আবাহনী।
গাজী গ্রুপের দাপুটে জয়, তাসকিনের রেকর্ড
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সও জয় পেয়েছে। অধিনায়ক এনামুল হক বিজয় দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন। টস হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ৫ উইকেটে ৩৩৬ রান সংগ্রহ করে। এনামুল ১৪৩ বলে ১৪৯ রান করেন, যেখানে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা।
শেষ দিকে তোফায়েল আহমেদ ২৯ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। মোহামেডানের হয়ে তাসকিন আহমেদ ১০ ওভারে ১০৭ রান দিয়ে লিস্ট–এ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েন। তবে ৩ উইকেটও নেন তিনি।
রান তাড়ায় ভালো শুরু করে মোহামেডান। কিন্তু ৪৮.১ ওভারে ২৭১ রানে অলআউট হয়ে যায়। ওপেনার রনি তালুকদার সর্বোচ্চ ৯০ বলে ৭৪ রান করেন।
মুশফিকুর রহিম ৪৬ বলে ৪৯ রান করেন। গাজী গ্রুপের আব্দুল গাফফার ৪ উইকেট ও আবু হাসিম ২ উইকেট নেন।
প্রাইম ব্যাংকের ঘুরে দাঁড়ানো
টানা দুই ম্যাচ হারার পর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জয়ের ধারায় ফিরেছে। টস হেরে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩০৮ রান করে প্রাইম ব্যাংক।
সাব্বির হোসেন ৭০ বলে ৫০, জাকির হাসান ৮৬ বলে ৬৪ রান করেন। শেষ দিকে ইরফান শুক্কুর (৫৬) ও শামীম হোসেন (৬২) অপরাজিত থাকেন। জবাবে ৪৯.৫ ওভারে ২৫৩ রানে অলআউট হয় ধানমন্ডি ক্লাব। ফজলে মাহমুদ ১০৪ বলে ৭৯ রান করেন। ইয়াসির আলি ৫৬ বলে ৪৬ রান করেন। হাসান মাহমুদ ও আরাফাত সানি তিনটি করে উইকেট নেন।
Discussion about this post