ক্রিকিবিডি২৪.কম রিপোর্ট
ভাল দিন নাকি দ্রুত চলে যায়! ঠিক তাই। টেরই যেন পেলেন না কখন চোখের পলকে বিয়ের ৮ বছর! ২০১২ সালের ১২ ডিসেম্বর অনন্য সেই দিনে মানে ১২-১২-১২ তারিখে জীবনের নতুন অধ্যায় শুরু হয় সাকিব আল হাসানের। বিয়ে করেন উম্মে আহমেদ শিশিরকে।
দেখতে দেখতেই বিয়ের আট বছর কেটে গেল। এই দিনটাতে স্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভুল করলেন না সাকিব। এখন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ম্যাচ খেলতে তিনি রয়েছেন দলের সঙ্গে। করোনার কারণে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে তাকে। স্ত্রীর সঙ্গে দিনটা কাটানোর সুযোগ নেই।
ঠিক এ অবস্থায় শনিবার সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানালেন স্ত্রীকে। লিখেছেন, ‘আট বছর ধরে তিনটা বাচ্চার যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। আমি তোমাকে কতটা ভালোবাসি তা বলতে পারব না। তবে এটুকু বলতে পারি- আমি তোমার সাথে আমার জীবনে সবচেয়ে দীর্ঘতম জুটি গড়তে চাই। তোমার আগমন আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। ভালোবাসি তোমায়!’
শনিবার অষ্টম বিবাহ বার্ষিকী সাকিব-শিশিরের। আট বছর পেরিয়ে নবম বছরে পা রেখেছে দেশের আলোচিত এই জুটি।
এরইমধ্যে তাদের ঘরে এসেছে দুই কন্যাসন্তান। ২০১৫ সালের ৯ নভেম্বর জন্ম নেয় প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। এ বছরের ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। ঘরে আসে আরেক কন্যা ইরাম হাসান। সুখী পরিবার এখন সাকিবের।
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে সাকিবের সঙ্গে পরিচয় শিশিরের। ভাল লাগা থেকে ভালবাসা। এরপর ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে। এখন তো চুটিয়ে সংসার করছেন শিশির। বিশেষ এই দিনে তিনিও সোশ্যাল মিডিয়িায় সাকিবকে নিয়ে লিখলেন।
তার সেই আবেগময় পোস্টে যা লেখা আছে তার অর্থ অনেকটা এমন, ‘প্রিয়তম স্বামী, আমরা একে অন্যকে ‘ভালবাসি’ কথাটা প্রতিদিনই বলি তবে আমার সবচেয়ে প্রিয় যখন তুমি আমার কানে এই কথাটা বলো। আজ আমাদের বিয়ের আট বছর হলো কিন্তু আমরা একে অন্যকে এর চেয়েও বেশি সময় ধরে জানি। তরুণ বয়সে আমাদের দেখা হয়, যে কোনো পরিস্থিতিতে আমরা পরষ্পরের পাশে থাকার অঙ্গীকার করেছিলাম। আমরা একসাথে কঠিন পথ পাড়ি দিয়েছি। বুড়ো হলে একে অন্যের পাকা চুল তুলে দিতে চাই আমরা। এখনো আমাদের দৃষ্টিতে আমরা ২০ বছর বয়সী এক জুটি। এই শুরুটার কখনো শেষ না হোক!’
সঙ্গে আরও যোগ করেন, ‘নিরন্তর এটা চলমান থাকবে, এটাই আমার চাওয়া। শুভ বিবাহবার্ষিকী! আমি তোমাকে আর তোমার সঙ্গে গড়ে তোলা এই ছোট্ট জগতটাকে ভালোবাসি! আলহামদুলিল্লাহ…’
বিশেষ এই দিনে সাকিব-শিশিরকে অভিনন্দন!
Discussion about this post