কিংবদন্তির তালিকায় তার নামটা উঠে গেছে অনেক আগেই। যতো দিন যাচ্ছে নিজেকে নিয়ে যাচ্ছেন আরো উচ্চতায়। হয়ে উঠছেন সর্বকালের সেরা। এইতো শনিবার সেরেনা উইলিয়ামস হারালেন মারিয়া শারাপোভাকে।
তাতেই জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনে নিজের ষষ্ঠ একক শিরোপা।
মেলবোর্নে দ্বিতীয় বাছাই শারাপোভার বিপক্ষে ৬-৩, ৭-৬ গেমে জেতেন এই কৃঞ্চ সুন্দরী।
আসলে শারাপোভার বিপক্ষে জয়টাকে অভ্যাসে পরিনত করেছেন সেরেনা। তার বিপক্ষে সেরেনার এটি টানা ১৬তম জয়।
৩১ বছর বয়সী এই মার্কিন তারকার এটি ক্যারিয়ারের ১৯টি একক গ্র্যান্ড স্ল্যাম।
তার সামনে এখন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট (২৪টি গ্র্যান্ড স্ল্যাম) এবং জার্মানির স্টেফিগ্রাফ (২২টি)।
Discussion about this post