বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নেতৃত্ব বদল হলেও সম্পর্কের বন্ধনে কোনো চিড় ধরেনি। সদ্য নেতৃত্ব হারানো নাজমুল হোসেন শান্ত, যিনি নিজেই আগে ইচ্ছা প্রকাশ করেছিলেন দায়িত্ব ছাড়ার, এবার নিজেই এগিয়ে এলেন নতুন অধিনায়ক লিটন দাসকে শুভেচ্ছা জানাতে।
সামাজিক মাধ্যমে শান্ত লেখেন, ‘অভিনন্দন লিটন ভাই। আশা করছি, আপনার নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি লিটনকে নেতৃত্বে এনেছে দীর্ঘমেয়াদি পরিকল্পনায়। আর সহ-অধিনায়ক হিসেবে আপাতত আছেন শেখ মেহেদী হাসান। তবে বোর্ড জানিয়েছে, একাধিক খেলোয়াড়কে দেখেই ভবিষ্যতের স্থায়ী ডেপুটি নির্ধারণ করা হবে।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। বিশ্বকাপ পর্যন্ত লক্ষ্য করেই লিটনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’ এছাড়াও শান্তকে স্কোয়াডে রাখার বিষয়ে তিনি বলেন, ‘শান্ত আমাদের সাবেক অধিনায়ক হলেও, এখনো দলে তার প্রয়োজন আছে। তরুণদের পাশে এমন একজন দরকার, যে চাপের সময় মাথা ঠান্ডা রেখে খেলতে পারে।’
Discussion about this post