ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আঙুলের চোট থেকে বুধবারই পুরোপুরি সেরে উঠেছেন সাকিব আল হাসান। তারপরও এ বাঁহাতির ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিসিবির ছাড়পত্র নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত অবশ্য বৃহস্পতিবার সেটা কেটে গেল। এ বাঁহাতি শর্ত সাপেক্ষে প্রতিবেশি দেশটির লিগে খেলার ছাড়পত্র দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এমনটাই জানিয়েছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন।
আইপিএল শুরু ২২ মার্চ। এর একদিন পরই ইডেন গার্ডেন্সে পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের বর্তমান দল সানরাইজার্স। কিন্তু বাঁহাতি অলরাউন্ডার ইডেনের ড্রেসিংরুমে থাকবেন কি না, এটা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে বৃহস্পতিবার বিকেলে টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে সুসংবাদ দেয় বিসিবি। সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী এ ব্যাপারে বললেন, ‘ওর ছাড়পত্র দিয়ে দিয়েছি আমরা। আপনারা জানেন, সাকিবের একটা মেডিকেল ইস্যু ছিল। এ ব্যাপারে পরিষ্কার জেনে তাকে ছাড়পত্র দিয়েছি।’
সাকিবের এনওসিতে উল্লেখ করে দেওয়া হয়েছে, সব সময় বিসিবির চিকিৎসক ও ফিজিওদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং ফিটনেস সম্পর্কে সবকিছু জানাতে। এমনটাই জানিয়েছেন সুজন।
আইপিএলে খেলতে বৃহস্পতিবার রাতেই কলকাতা যাওয়ার কথা সাকিবের। বেশ আগেই টিকিটও কেটেছেন তিনি।
এরআগে ৮ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে বাঁ হাতের অনামিকায় চোট পেয়েছিলেন সাকিব। যে কারণে এ অলরাউন্ডার গেল নিউজিল্যান্ড সিরিজ মিস করেন। তবে বুধবারই চোটমুক্ত হয়ে বিসিবি চিকিৎসকের ছাড়পত্র নেন এ বাঁহাতি। আর বৃহস্পতিবার আইপিএলে খেলার জন্য তিনি পেয়ে গেলেন বিসিবির ছাত্রপত্র। স্বাভাবিকভাবেই খুশি এ অলরাউন্ডার।
জাতীয় দলের আপাতত কোন খেলা নেই। তাই এ সুযোগে ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগের মাধ্যমে নিজেদের ফিট রাখবেন। প্রস্তুতি নেবেন আগামী আয়ারল্যান্ড সফরের। তবে সাকিব সেই কাজটাই করবেন আইপিএলে।
Discussion about this post