দুর্ভাগ্য ছাড়া আর কী বলা যায়? এভাবে আউট হওয়া সত্যিই দৃষ্টিকটু। কিন্তু সেটিই করলেন ব্রেন্ডন টেলর। শেষ পর্যন্ত এই দুর্ভাগ্যজনক আউট হয়েই ফিরলেন তিনি। অবশ্য রোববার ঠিক অধিনায়কের মতোই দ্বায়িত্ব নিয়ে খেলছিলেন। টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্তটা যৌক্তিক করতে এছাড়া উপায় ছিল না।
হারারের মাঠে এক পর্যায়ে শরিফুল ইসলামকে ২৫তম ওভারে আপারকাট করার চেষ্টায় ব্যর্থ হন। কট বিহাইন্ডের আবেদন করেন তামিম ইকবাল। কিন্তু এরপরই সেই শটের শ্যাডোর মতো করতে গিয়ে বেলস ফেলে দেন টেলর। রিপ্লেতে দেখে তাকে হিট উইকেট দেন ম্যাচের আম্পায়ার।
৫৭ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৪৫ রান করে আউট টেলর। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটি চতুর্থ হিট উইকেটের ঘটনা। আর আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম ঘটনা। এমন ঘটনা বিরলই বটে!
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে হিট উইকেট
ব্যাটসম্যান বোলার ফরম্যাট সাল ভেন্যু
ব্রেন্ডন টেলর – শরিফুল ইসলাম- ওয়ানডে- হারারে ২০২১- হারারে
ইমাম-উল-হক – মুস্তাফিজুর রহমান – ওয়ানডে – ২০১৯ – লর্ডস
আমজাদ জাভেদ – মাহমুদউল্লাহ – টি-টোয়েন্টি – ২০১৬ – মিরপুর
ড্যারেন স্যামি – সাকিব আল হাসান – টেস্ট – ২০১১ – মিরপুর
ম্যালকম ওয়ালার – রুবেল হোসেন – ওয়ানডে – ২০১১ – বুলাওয়ায়ো
রায়ান অস্টিন – শাহাদাত হোসেন – টেস্ট – ২০০৯ – গ্রেনাডা
রায়ান ওয়াটসন – মাশরাফি বিন মুর্তজা – ওয়ানডে – ২০০৬ – চট্টগ্রাম
Discussion about this post