ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে শনিবার ঢাকায় আসছে পাকিস্তান জাতীয় দল। যদিও দলের অধিনায়ক বাবর আজম আসবেন দুই দিন পর। তার সাথে আসবেন শোয়েব মালিকও।
দারুণ ছন্দে থাকা পাকিস্তান দলের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শেষ হয়েছে সেমিফাইনালেই। বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার সময় নেই শাহীন শাহ আফ্রিদিদের। কারণ ১৯ নভেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দলটি।
এরই লক্ষ্যে শনিবার সকালে বাংলাদেশে এসে পৌঁছাবে সফরকারী বহর। তবে বাবর আজম ও শোয়েব মালিক দলের সাথে আসছেন না। পৃথকভাবে তারা আসবেন ১৬ নভেম্বর।
টি-টোয়েন্টি সিরিজের জন্য এরইমধ্যে পাকিস্তান তাদের স্কোয়াড ঘোষণা করেছে। বাবর আজমের নেতৃত্বাধীন স্কোয়াডে সহ-অধিনায়ক শাদাব খান ছাড়াও আরও রয়েছেন আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দোহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি
টি-টোয়েন্টি সিরিজ
১৯ নভেম্বর — ১ম টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২০ নভেম্বর — ২য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
২২ নভেম্বর — ৩য় টি-টোয়েন্টি — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
টেস্ট সিরিজ
২৬-৩০ নভেম্বর — ১ম টেস্ট — জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৪-৮ ডিসেম্বর — ২য় টেস্ট — শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
Discussion about this post